২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

শাস্তি মাফ মোহামেডান মেরিনার্সের

ঝুলে রইল ঊষা
-

অনেক দিন পর বিমানবাহিনীর ফ্যালকন হল ছেড়ে হকির সভা হলো বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাকক্ষে। লিগে মারামারিসহ অসহিষ্ণু পরিস্থিতি সৃষ্টি করায় ২৬ নভেম্বর ২০১৮ সালে শাস্তি ও আর্থিক জরিমানা করা হয়েছিল মোহামেডান ও মেরিনার্সের দু’জন করে চারজন কর্মকর্তার। অবশেষে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করার শর্তে মওকুফ করা হলো তাদের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা।
এ দিকে ঊষা ক্রীড়া চক্র গত লিগে অংশ না নেয়ায় প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে অবনমন করা হয়। অবনমন উঠিয়ে নিয়ে প্রিমিয়ারে খেলার আবেদন করেছিল ঊষা। কিন্তু বাদ সাধে মোহামেডানের সাজিদ এ এ আদেল ও আবাহনীর জাকি আহমেদ রিপন। এই সভায় কোনো সুরাহা না হওয়ায় ঝুলে রইল ঊষার ভাগ্য। তবে বাহফে সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবত জানালেন, ‘এই বিতর্ক থাকবে না। আজকের (গতকাল) সভায় সবার ইতিবাচক মনোভাব দেখেছি। শুধু ঊষার ব্যাপারে একটু মতের মিল ছিল না। আশা করছি এটিও ঠিক হয়ে যাবে। ৫-৭ দিনের মধ্যে ঊষার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আমি নিশ্চিত, সবাই যখন খেলতে চায় তখন ঊষার খেলা বাধা হয়ে দাঁড়াবে না।’
২০১৮ সালের ৭ জুন সুপার ফাইভের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও মেরিনার্স। ম্যাচটি ১-১ গোলে ড্র থাকাবস্থায় ৪৪ মিনিটে পরিত্যক্ত হয়। পরিত্যক্ত ওই ম্যাচের পাঁচ মাস পর ফেডারেশন মোহামেডানকে চ্যাম্পিয়ন, আবাহনীকে রানার্সআপ ও মেরিনার্সকে তৃতীয় ঘোষণা করে। লিগে মাঠে গণ্ডগোলের কারণে ওই বছর নভেম্বরে মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স মেরিনার্সের হাসান উল্লাহ রানাকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা ১ লাখ টাকা জরিমানা করে বাহফে। মোহামেডানের কোচ আসাদুজ্জামান চন্দন ও মেরিনার্সের নজরুল ইসলাম মৃধাকে ৩ বছরের নিষেধাজ্ঞা ও ৫০ হাজার টাকা জরিমানা করে বাহফে।
এর আগেও হকিতে কয়েকবার প্লেয়ার ও কর্মকর্তার শাস্তি হয়েছে, কিন্তু বাহফে সে শাস্তিতে অটল থাকতে পারেনি। মওকুফও করা হয়েছে। বাহফে মূলত ক্লাবগুলোর কাছে জিম্মি হয়ে পড়েছে কি না। বাহফে সভাপতি বলেন, ‘কে কী করেছে আমরা এখন আর অতীতে ফিরে তাকাতে চাচ্ছি না। আমাদের সামনে অনেক প্রোগ্রাম রয়েছে কিন্তু প্রিমিয়ার লিগ হচ্ছে না, আমরা চাই মাঠে খেলা ফিরুক। ১ ডিসেম্বরেই আশা করছি লিগ হবে। এর আগে দলবদল।’
প্রেসিডেন্টের এমন বক্তব্যে সরাসারি কেউ কিছু না বললেও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ জানান, ডিসেম্বরের ১ তারিখ বলার অর্থ হলো ক্লাবগুলোকে উজ্জীবিত করা। প্রিমিয়ারে আগে দলবদল করতে হবে। ঊষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ ঊষা ক্রীড়া চক্র আগের আসরে পর্যাপ্ত সময় পায়নি বলে লিগে অংশ নেয়নি। এখনো ঝুলে রয়েছে। তাদের সিদ্ধান্ত যদি পরে হয় তাহলে আবারো যে সময়ের দাবি তুলবে না এমনটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তবে প্রেসিডেন্ট আশা করলেন, ‘সব ঠিক হয়ে যাবে। আপনাদের টেনশনের কারণ নেই।’
তবে একজন ক্লাব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানালেন, ডিসেম্বরে লিগ আয়োজন করা কোনোভাবেই সম্ভব নয়। তার আগে দলবদল করতেই তো অনেক সময় ও টাকা লেগে যাবে। ঊষাকে আবার পিছনে ফেলতে চেষ্টা করবে। প্লেয়ার সবাই যদি সমন্বয় করে না নেয় তাহলে সমস্যা বেশি হবে। যুক্তি দেখান, তা ছাড়া জানুয়ারিতে হতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ। মার্চে বিশ্বকাপ বাছাই। তাহলে কিভাবে মার্চের আগে প্রিমিয়ার লিগ করা সম্ভব। ব্যাপার আরো রয়েছে। ক্লাবগুলো পরবর্তীতে দলগঠনের জন্য বাহফের কাছে টাকা চাইবে। যদি বাহফে আগের মতো বলে টাকা নেইÑ তাহলে বিষয়টি কী দাঁড়াবে।’

 


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের

সকল