২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বাঁচা-মরার লড়াইয়ে তামিম একাদশ

-

ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপের ষষ্ঠ ও শেষ লিগ ম্যাচে নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে মাঠে নামছে তামিম ইকবাল একাদশ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি দেখা যাবে ইউটিউব, বাংলাদেশ ক্রিকেট বোর্র্ডে (বিসিবি) ফেসবুক পেজ ও গাজী টিভিতে।
শান্ত একাদশের বিপক্ষে এ ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তামিম একাদশকে। জয় ভিন্ন কোনো উপায় নেই তামিম বাহিনীর। তারা জয়ী হলে টুর্নামেন্টের সবগুলো দলই জয় দিয়ে লিগ পর্ব শেষ করবে। সে ক্ষেত্রে রান রেটের ওপর নির্ভর করবে কোন দু’টি দল ফাইনাল খেলবে। আর হারলেই ফাইনাল খেলবে শান্ত ও মাহমুদুল্লাহ একাদশ।
জটিল সমীকরণে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। লিগ পর্বে তিন ম্যাচে অংশ নিয়ে দু’টিতে হেরেছে ও একটিতে জিতেছে তামিম একাদশ। তাদের দু’টি হারই মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে। মাহমুদুল্লাহ একাদশের কাছে লিগ পর্বের প্রথম ম্যাচে ৫ উইকেটে ও দ্বিতীয় পর্বে ৪ উইকেটে হারে তামিম একাদশ। শান্ত একাদশের বিপক্ষে ৪২ রানের জয়টিই একমাত্র সাফল্য তামিম একাদশের। শান্ত একাদশও তিন ম্যাচ খেলেছে। মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষেই দু’টি জয় তাদের। তাদের একটি হার তামিম একাদশের বিপক্ষে। তাই আজ তামিম একাদশের বিপক্ষে প্রতিশোধ নিতে চাইবে তারা।
প্রথম ম্যাচে বাজে ব্যাটিং পারফরম্যান্স ছিল তামিম একাদশের। মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ১০৬ রানে অলআউট হলে ৫ উইকেটে হার নিয়ে মাঠ ছাড়ে তামিম একাদশ। লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ৯ উইকেটে ২২১ রান করে। যদিও শেষ পর্যন্ত জয়েই ফিরে মাহমুদুল্লারা। তামিম একাদশের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, প্রত্যেক ম্যাচেই ভালো করেছে তামিম একাদশের বোলাররা। শরিফুল ইসলামের সাথে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিনের সমন্বয়ে পেস আক্রমণ আশানুরূপ ফল করেছে।
মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১৯৭ রানের টার্গেট স্পর্শ করে ফেলে নাজমুল একাদশ। ৪ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। পরের ম্যাচে তামিম একাদশের কাছে ৪২ রানে হার। তৃতীয় ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ১৩১ রানের বড় জয়। সেটিই ভরসা তামিম বাহিনীর প্রতিপক্ষ হিসেবে।


আরো সংবাদ



premium cement
গাজার ২টি হাসপাতালে গণকবরের সন্ধান, তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ ফেনীতে ইসতিসকার নামাজে মুসল্লির ঢল গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন

সকল