২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সব প্রতিষ্ঠিত রেফারিই ফেল

-

১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল রেফারিদের ফিফা ফিটনেস টেস্ট। দুঃখজনকভাবে এই টেস্টে ফেল করেছেন দেশের সব প্রতিষ্ঠিত রেফারি। মিজানুর রহমান, জালাল উদ্দিন, আনিসুর রহমান সাগর এবং জি এম নয়নের মতো নাম করা রেফারিরা উত্তীর্ণ হতে পারেননি এই টেস্টে। সম্ভাবনাময় রেফারি আলমগীরও ফেল করাদের তালিকায়। পাস করেছেন বিটু রাজ বড়–য়া। এ ছাড়া সহকারী রেফারি ফেরদৌস আহমেদ ওজন কমিয়েও ফিটনেস টেস্টে পাস করতে পারেননি। উল্লেখ্য, বাংলাদেশের জন্য পাঁচজন ফিফা রেফারি এবং সাতজন সহকারী রেফারির কোটা। রেফারির জন্য ৯ জন এবং সহকারী রেফারির জন্য ১১ জন ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন। এখন তাদের পুনরায় টেস্ট হবে ২৮ অক্টোবর। তবে মহিলা ফিফা রেফারি হিসেবে ফিটনেস টেস্টে উতরে গেছেন জয়া চামকা এবং সহকারী রেফারি সালমা আক্তার মনিও। তবে এবার সালমার নির্দিষ্ট বয়সের চেয়ে এক দিন কম হওয়ায় তাকে ফিফা সহকারী রেফারীর স্বীকৃতি দিতে বিশেষ অনুরোধ করেছে বাংলাদেশ। সহকারী রেফারির জন্য ২৩ বছর হওয়া বাধ্যতামূলক। তার বয়স এক দিন কম। গত বছর সালমা ফিফা রেফারি হতে পারেননি এক বছর কম থাকায়।


আরো সংবাদ



premium cement