২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

লা লিগার শীর্ষে সোসিয়েদাদ

-

বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ নয়। এমনকি অ্যাথলেটিকো মাদ্রিদ বা ভ্যালেন্সিয়াও নয়। এদেরকে টপকে স্প্যানিশ লা লিগায় শীর্ষে এখন রিয়াল সোসিয়েদাদ। গত পরশু রিয়াল বেটিসকে ৩-০ গোলে হারিয়ে লা লিগা টেবিলে সবার ওপরে উঠে এসেছে রিয়াল সোসিয়েদাদ। ৬ ম্যাচে ১১ পয়েন্ট তাদের। মৌসুমে এই ধরনের শুরুটা তাদের জন্য বিস্ময়করই বটে। ভিয়ারিয়াল আছে দ্বিতীয় স্থানে।
এর আগে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে পরাজিত করে অল্প কিছুক্ষণের জন্য টেবিলের শীর্ষস্থানে ওঠার সুখ উপভোগ করেছিল ভিয়ারিয়াল। কিন্তু দিনের শেষে সোসিয়েদাদ দারুণ জয়ে গোল ব্যবধানে ভিয়ারিয়ালকে পিছনে ফেলে উপরে উঠে গেছে। নতুন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির অধীনে চার ম্যাচে এটি বেটিসের তৃতীয় পরাজয়। এর ফলে তারা টেবিলের ৭ নম্বরে নেমে গেছে।
ছয় রাউন্ড শেষে এই নিয়ে ছয়টি ভিন্ন দল লা লিগায় এ পর্যন্ত প্রথম স্থানে ওঠার কৃতিত্ব দেখিয়েছে। গত সপ্তাহে টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ শনিবার নবাগত কাডিজের কাছে বিস্ময়করভাবে পরাজিত হয়ে পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম স্থান হারিয়েছে। শনিবার বার্সেলোনা ও গেতাফের কাছে ১-০ গোলে হেরেছে।


আরো সংবাদ



premium cement