১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

উমর গুলের বিদায়

-

সব ধরনের ক্রিকেট থেকে এখন সাবেক হয়ে গেলেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। বেলুচিস্তানের হয়ে খেলে আসছিলেন। টুর্নামেন্টে থেকে তার দলের বিদায় ঘটেছে, সাথে শেষ হলো গুলের বর্ণিল পথচলাও। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে ছয় ম্যাচে ৭ উইকেট নিয়েছেন গুল। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক। কয়েক মাস পর ডেব্যু সাদা পোশাকেও। হয়ে ওঠেন পাকিস্তানের পেস আক্রমণের মূল ভরসা। ২০০৭ টি-টোয়েন্ট বিশ্বকাপে পাকিস্তানের ফাইনালে ওঠায় ও ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। দু’টিতেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। পাকিস্তানের হয়ে গুল সবশেষ খেলেছেন ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৪৭ টেস্টের ক্যারিয়ারে তার শিকার ১৬৩ উইকেট, ১৩০ ওয়ানডেতে উইকেট ১৭৯টি ও ৬০ টি-টোয়েন্টি খেলে উইকেট ৮৫টি। .
প্রথম শ্রেণীর ক্রিকেটে তার উইকেট ৪৭৯টি। সব ধরনের স্বীকৃত ক্রিকেটে তার মোট শিকার ৯৮৭ উইকেট।


আরো সংবাদ



premium cement