২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভিনিসিয়াসে উদ্ধার রিয়াল

-

অল্পের জন্য রক্ষা পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার আট মিনেটের মধ্যেই রিয়াল মাদ্রিদকে উদ্ধার করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ৬৫ মিনিটে তার দেয়া একমাত্র গোলে বুধবার রাতে রিয়াল ভায়াদোলিদকে ১-০ গোলে পরাজিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে ডি স্টেফানো স্টেডিয়ামে গোলপোস্টের নিচে থিবো কোর্তোয়ার বিশ্বস্ত হাতের আশীর্বাদ না থাকলে এই গোলেও তিন পয়েন্ট পাওয়া নিয়ে শঙ্কা ছিল। অন্য দিকে বড় জয় দিয়ে মৌসুম শুরু করা অ্যাতলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেয়েছে। হুয়েস্কার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দিয়েগো সিমিওনির শিষ্যরা। আলাভেসকে ৩-১ গোলে পরাজিত করেছে ভিয়ারিয়াল। ১-০ গোলে এইবার হেরেছে এলচের কাছে।
জিনেদিন জিদানকে এ দিনও তার আক্রমণভাগ নিয়ে খুশি করতে পারেনি। বরং উদ্বেগই বাড়িয়েছে। গোলমুখে আক্রমণের ধার নেই। সেরকম গোলের সুযোগও তৈরি করতে পারেনি। শুরুর একাদশে আবারো সুযোগ পেয়েছেন লুকা জোভিচ। তা ছাড়া মাঝমাঠে ইসকো এবং দুই উইং ব্যাকে মার্সেলো ও আলভারো অদ্রিওজোলাকে নামান রিয়াল কোচ। প্রথমে সুযোগ এবং বলের দখল রিয়ালেরই বেশি ছিল। তা সত্ত্বেও গোল পায়নি দ্য ব্লাঙ্কোস। তবে প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ যে নিজেদের অর্ধে আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত থেকেছে তা নয়। তারাও আক্রমণে উঠে স্বাগতিকদের পরীক্ষা নিয়েছে।

 


আরো সংবাদ



premium cement