২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

চেলসিকে হারিয়ে কোয়ার্টারে টটেনহ্যাম

-

দল বদলে ঢালাওভাবে অর্থ ব্যয় করে দলে তারকা খেলোয়াড়দের ভিড়িয়েও সফলতা দেখছে না চেলসি। প্রিমিয়ার লিগে কাটছে না ভালো সময়। এ দিকে মঙ্গলবার ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে পেনাল্টি শুট আউটে তাদের হারিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। ফলে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে দ্য ব্লুজ। নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ ড্রয়ের পর পেনাল্টি শুট আউটে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পাররা। অবশ্য নির্ধারিত সময়ে দুই দলই ছিল সমানে সমান। প্রথমার্ধে আধিপত্য ছিল শুধু চেলসির। ১৯ মিনিটে নতুন সাইনিং টিমো ভেরনারের গোলে ১-০তে এগিয়ে গিয়েছিল ব্লুরা। স্পারদের জবাব দিতেও সময় লেগেছে অনেকক্ষণ। তবে এর কারণও ছিল। হ্যামস্ট্রিং ইনজুরিতে খেলতে পারেননি হিয়ুং মিন সন। তার ওপর বেশ কিছু তারকাও শুরুর একাদশে ছিলেন না। পরে অবশ্য হ্যারি কেইন, লুকাস মওরাদের নামাতে বাধ্য হন মরিনহো। ধীরে ধীরে ম্যাচের গতি-প্রকৃতি পাল্টানো ম্যাচে টটেনহ্যাম সমতায় ফেরায় ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে। ৮৩ মিনিটে অভিষিক্ত রেগুইলিয়নের সাথে জুটিবদ্ধ হয়ে স্পারদের ১-১ সমতায় ফেরান এরিক লামেলা। এরপর টাইব্রেকারে ৯টি শট জালে যায়। কিন্তু ম্যাসন মাউন্ট দশম পেনাল্টি মিস করলে কপাল পুড়ে চেলসির। এই প্রতিযোগিতায় সর্বশেষ ২০০৮ সালে ট্রফি জিতেছিল টটেনহ্যাম।

 


আরো সংবাদ



premium cement