২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হতাশ মুমিনুলও

-

লঙ্কা সফরের জন্য সবরকম প্রস্তুতিই নিয়েছিলেন ক্রিকেটাররা। সফরের সময় ঘনিয়ে আসায় জিও হওয়া ২৭ ক্রিকেটারকে নিয়ে শেরে বাংলায় চলতে থাকে নিবিড় অনুশীলন। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর, অধীনে দুই সপ্তাহের অনুশীলন গেল বিফলে। সফর বাতিলের ঘোষণায় তাই সবাই হতাশ।
মন খারাপ টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও। ‘প্রস্তুতি নিচ্ছিলাম সবাই মিলে। সিরিজ হবে বলে সবাই অনুশীলনও করছিল মনপ্রাণ দিয়ে। করোনার কারণে ক্রিকেটের বাইরে থাকায় একটা অন্যরকম হতাশা ছিল, মনে করেছিলাম তা কেটে যাবে।’ জানান, ভেবেছিলাম লঙ্কানদের সাথে সিরিজ দিয়ে আবার মাঠে ফিরব। কিন্তু হলো না। মন খারাপ লাগারই কথা। সবার মতো আমারও খারাপ লাগছে।’
পরিস্থিতির বাস্তবতায় মুমিনুল বলেন, ‘খারাপ লাগলেও ভেঙে পড়ার কিছু নেই। যে কারণে ট্যুর বাতিল হয়েছে, তা পরিবেশ-পরিস্থিতি প্রতিকুলে থাকার কারণেই হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমরা ঠিকই শ্রীলঙ্কা যেতাম। মেনে নিলেন করোনায় উদ্ভুত পরিস্থিতির কারণেই হবে হবে করেও সফর বাতিল হয়েছে। এটাতো আর কারো পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়। এখন প্রাকটিসটা চালিয়ে যাওয়াই হবে বড় কাজ। কোনোভাবেই অনুশীলন বন্ধ করা উচিত হবে না।’
মুমিনুল মনে করেন, ‘ভবিষ্যতে মাঠে তো নামতেই হবে। করোনকালীন সময়ে নিয়ম ঠিক রেখে অনুশীলন চালিয়ে যেতে পারাটাই হবে মঙ্গল। আজ না হয় কাল, কাল না হয় পরশু কিংবা তারও পরেÑ খেলাতো হবেই। আল্লাহর রহমতে এই করোনার ভয়াল রূপও সব সময় থাকবে না। আশা করেন একসময় সব স্বাভাবিক হয়ে যাবে। তার আগেও হয়ত আমাদের খেলতে হতে পারে। সেটা ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক। যেখানেই হোক না কেন, মাঠে ফেরার প্রস্তুতিটা নিয়ে রাখা দরকার। উল্লেখ করেন নিজেরা তৈরি থাকলে মাঠে নেমে পারফর্ম করা কঠিন হবে না। শুনলাম ঘরোয়া ক্রিকেট চালু হবে শিগগিরই। মুখিয়ে আছি তাতে অংশ নিতে।’

 


আরো সংবাদ



premium cement
‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সকল