২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এলপিএলে অনুমতি পাবেন না সাকিবরা

-

সামনে ঘরোয় ক্রিকেট এতে অংশগ্রহণ নিশ্চিত করতে সাকিব আল হাসানসহ বাংলাদেশের কোনো খেলোয়াড়কে লঙ্কান প্রিমিয়র লিগে (এলপিএল) খেলার অনুমতি দেয়া হবে না। এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কোয়ারেন্টিনের সময় নিয়ে দুই বোর্ডের মধ্যে মতপার্থক্যের কারণে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত হওয়ার কয়েক মুহূর্ত পর এই সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।
আইসিসির নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসার পথে রয়েছেন সাকিব আল হাসান। তিনিসহ বাংলাদেশের বেশ কিছুু ক্রিকেটারের নাম রয়েছে এলপিএলের নিলামে। যদিও লিগটি নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে শ্রীলঙ্কা। যদি লিগ হয় তাহলে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের অংশগ্রহণের সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি পাপন। এলপিএলে খেলার অনুমতি দেয়া হবে কি না জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘আমি কোনো সম্ভাবনা দেখছি না।’
আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে সাকিবের নিষেধাজ্ঞা। ২৯ অক্টোবর থেকে আগের মতো ম্যাচ খেলতে পারবেন সাকিব। পাপন আগে বলেছিলেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পরপরই খেলায় ফিরতে পারবেন সাকিব। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সিরিজটি বাতিল হওয়ার পর ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ছক কষছে। পাপন বলেন, ‘অক্টোবরের ২৯ তারিখের আগে সাকিব খেলতে পারছেন না। আমরা লিগ শুরু করতে যাচ্ছি। সেটি আমাদের দেশেই। সুতরাং এলপিএলের কোনো সুযোগ দেখছি না।’


আরো সংবাদ



premium cement