২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিসিবির পক্ষে অবস্থান ক্রীড়া প্রতিমন্ত্রীর

-

টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় ১৪ দিনের কোয়ারেন্টাইনের কোনো যুক্তি দেখছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, এটি ক্রিকেটারদের ফিটনেসের ওপর প্রভাব ফেলবে। দুই সপ্তাহ আটকে থাকা অসম্ভব। গতকাল রাজধানীর একটি হোটেলে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাসেল বলেন, ‘১৪ দিনের জন্য হোটেলের রুমে ব›ীদ থাকা সম্ভব নয়। এটি খেলোয়াড়দের ফিটনেসে প্রভাব ফেলবে এবং আমাদের খেলোয়াড়দের জন্য ফিটনেস বড় ইস্যু।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে সুর মিলিয়ে রাসেল জানান, শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য কোয়ারেন্টাইনের সময় কমিয়ে আনার পাশাপাশি ক্রিকেটারদের হোটেলে জিম-সুইমিং পুলসহ এবং অন্যান্য সুবিধা দেয়া উচিত। ক্রীড়া প্রতিমন্ত্রীর কথায়, ‘যদি কোয়ারেন্টিনের সময় কমানো হয়, তবে আমাদের হোটেলে থাকতে কোনো সমস্যা নেই। একই সাথে আমাদের হোটেলে জিম-সুইমিং পুল ব্যবহার ও অন্যান্য সুবিধাও দিতে হবে। আশা করছি, তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবো। আমরা সিরিজটি খেলতে আগ্রহী।’
গত বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান, সফরকারী দলকে শ্রীলঙ্কা কোভিড-১৯ টাস্কফোর্স দ্বারা প্রদত্ত স্বাস্থ্যবিধির কঠোর নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে, নয়তো তিন ম্যাচের টেস্ট সিরিজ পিছিয়ে দেয়া হবে। তবে বিসিবি জানিয়েছে, এ বিষয়ে কোনো অফিসিয়াল মেইল পায়নি।
রাসেল আরো বলেন, ‘রুমের মধ্যে বন্দী থাকলে কখনোই একজন খেলোয়াড়ের ফিটনেস ঠিক থাকবে না। আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে নিয়মিত আলোচনা করছি। তারা যে বিধিনিষেধ দিয়েছে, তাতে আমরা বলেছি, কোয়ারেন্টাইনের সময় কমাতে হবে। আমরা বলেছি, ১৪ দিনের কোয়ারেন্টিন করব না। আশা করছি, তারা বিষয়টি বিবেচনা করবে। মহামারীর এই সময়ে একটা সিরিজ হবে, এটা আমরা অনেক আগ্রহের সাথে নিয়েছি। আমরা খুবই উদগ্রীব এবং আমাদের খেলোয়াড়রাও সিরিজের জন্য অনুশীলনের মধ্যে আছে।’

 


আরো সংবাদ



premium cement
আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত

সকল