১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সফর পেছানোয় রাহীর স্বস্তি

-

কোয়ারেন্টিন ইস্যু নিয়ে শ্রীলঙ্কা সফরের ধোঁয়াশা এখনো কাটেনি। বরং একটু বেশি অনিশ্চিতই হয়ে পড়েছে বাংলাদেশের লঙ্কা সফর। গতকাল তিন টেস্টের সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কায় উড়াল দেয়ার কথা ছিল মুমিনুল বাহিনীর। তবে আগামী মাসে সফরে যাওয়া নিয়ে এক রকম আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরটি পেছানোতে ক্রিকেট ভক্তদের খারাপ লাগলেও টেস্ট দলের মূল পেসার আবু জায়েদ রাহী স্বস্তিতেই রয়েছেন।
রাহী গত সপ্তাহে করোনা পজিটিভ হওয়ায় শ্রীলঙ্কা সফরে যাওয়া নিয়ে অনেকটা দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে কিছুটা স্বস্তিতে নিঃশ্বাস ফেললেন করোনা বহনকারী এই পেসার। মজা করেই বললেন ‘মনে হচ্ছে শ্রীলঙ্কা সফর আমার জন্যই পেছাচ্ছে!’
তার বিশ্বাস দুই সপ্তাহ অনুশীলন করতে পারলেই পুরনো ছন্দে ফিরবেন তিনি। রাহীর ভাষায়, ‘যখন পজিটিভ হয়েছি, অত চিন্তা করিনি। ভেবেছি দ্রুত ভালো হয়ে যাবো। তবে আশপাশের মানুষ বেশি ভয় দেখিয়েছে। ভয় এখনো আছে। তবে দুই সপ্তাহ অনুশীলন করতে পারলে সব ঠিক হয়ে যাবে।’

 


আরো সংবাদ



premium cement