২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

৭ অক্টোবরের আগে হচ্ছে না সফর

-

সবকিছু ঠিক থাকলে আজ শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে সফরটি এখনো ঝুলে আছে। লঙ্কান সরকারের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের জায়গায় বিসিবি চায় সাত দিনের কোয়ারেন্টিন এবং অনুশীলনের সুযোগ। এই বিষয়গুলো নিয়েই ঝামেলা দুই বোর্ডের। শ্রীলঙ্কা সাফ সাফ জানিয়ে দিয়েছে সিরিজ বাতিল হলেও তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথার বাইরে যেতে পারবে না। পুরোপুরি কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে কারণে টাইগারদের অনুশীলনও তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। ক্রিকেটাররা হোটেলও ছেড়ে দিয়েছেন।
গত এক সপ্তাহ ধরেই বিসিবি শ্রীলঙ্কার নতুন স্বাস্থ্য নির্দেশিকার অপেক্ষায় ছিল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সফরে যাওয়ার নতুন সম্ভাব্য তারিখ জানিয়ে বলেন, ‘যদি সবকিছু ইতিবাচকভাবে হয়, তাহলে হয়তো আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে যেতে পারি। যেহেতু ওদের একটা টি-২০ টুর্নামেন্ট ছিল যা এখনো নিশ্চিত না। তাই ওদের হাতেও সময় আছে।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমরা মরিয়া নই। আমাদের হাতে সময় আছে, ওদের হাতেও আছে। ওরাই বারবার অনুরোধ করে আমাদের বলছে যে ওদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে বোঝাতে পারবে। এমন নয় যে ওরা চাচ্ছে না, আমরা জোর করে যাচ্ছি। মরিয়া হলে তো ওদের শর্ত মেনেই যেতে পারতাম। আমাদের তাড়াহুড়ো নেই।’
গত সাত দিন জৈব সুরক্ষিত পরিবেশে অনুশীলন করে যাচ্ছিল শ্রীলঙ্কা সফরে ডাক পাওয়া ক্রিকেটাররা। সফর পিছিয়ে গেলেও ক্রিকেটাররা জৈবসুরক্ষা বলয়েই থাকবে বলে জানালেন আকরাম খান, ‘প্র্যাকটিসে তিন দিনে বিরতি দিয়েছি। এর মধ্যে ফল চলে এলে তো হলোই। ক্রিকেটাররা টানা কিছুদিন অনুশীলন করেছে। এমনিতেও বিরতি দরকার ছিল। আর সফর না হলে তো সভাপতি বলেছেন, একটা ঘরোয়া টুর্নামেন্ট হবে। কাজেই আমাদের প্ল্যান এ, বি, সি, সব করাই আছে।’
বাংলাদেশের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার পরেই শ্রীলঙ্কা নিজেদের টি-২০ টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নাকি টি-২০ লিগ আয়োজন করতে পারছে না এসএলসি। অক্টোবরে তিন টেস্টের সিরিজ খেলার ব্যাপারে এখনো আশাবাদী বিসিবি। তিন দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। ‘আমাদের আগামীকাল (আজ) সফরের জন্য দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু সেভাবে আমরা যেতে পারছি না। এখন আমাদের পরিকল্পনা কী হবে তা নিয়ে কোচ, ক্রিকেটার এবং বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম। আশা করছি তিন দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত আমরা নিতে পারব।’
ডি সিলভার বক্তব্য নিয়ে আকরাম খান বলেন, ‘লিখিতভাবে এ বিষয়ে লঙ্কান বোর্ড কিছু জানায়নি। লঙ্কান বোর্ড বলছে, তারা সরকার সংশ্লিষ্টদের সাথে আলাপ করছে। দুই-তিন দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে।’

 


আরো সংবাদ



premium cement
লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির

সকল