২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আইপিএলের অপেক্ষায় জাহানারা

-

নিকট ভবিষ্যতে নেই কোনো টুর্নামেন্ট। তবুও প্রতিদিনই নিজেদের প্রস্তুত করছেন টাইগ্রেসরা। করোনার প্রভাবে আপাতত লক্ষ্যটাও স্থবির হয়ে আছে। বাস্তবতা মেনেই দাবি করছেন দ্রুততম সময়ের মধ্যে মাঠে মহিলাদের খেলা ফেরানো। জাতীয় দলের অনুশীলনের জন্য আপাতত মিরপুরে অনুশীলন বন্ধ রয়েছে মহিলা ক্রিকেটারদের। শ্রীলঙ্কা সফরের সব কিছু সঠিক পথে থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে হোম অব ক্রিকেটে আরো এক দফা নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ থাকবে জাহানারা সতীর্থদের। সে হিসেবে অপেক্ষা মাত্র আর দু’দিনের।
টাইগার ক্রিকেটের পোস্টার বয় যদি হয় সাকিব আল হাসান তবে টাইগ্রেসদের নিশ্চিতরূপেই জাহানারা আলম। এশিয়া কাপের ফাইনালের সেই অমূল্য ২ রান কিংবা আইপিএলে জয়পুরের ভ্যালোসিটির হয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স। সবকিছুই তাকে নিয়েছে অনন্য উচ্চতায়। যদিও তার দল হয়েছিল রানার্সআপ। ছেলেদের আইপিএলের পর মহিলা আইপিএল আয়োজনের পরিকল্পনাও করে রেখেছে বিসিসিআই। সে তালিকায় আছেন পেসার জাহানারা আলম। নিজেকে প্রতিদিনই ফিট রাখছেন। মাঠে খেলা গড়ালে স্বরূপে ফিরতে চান তিনি। জানালেন, আইপিএলে ডাক পেলে, আরো একবার নিজেকে চেনাতে চান।
মহিলা আইপিএলের ফাইনালে ইংলিশ ক্রিকেটার নাটালি সায়ভারের উইকেটটি উপড়ে ফেলানো জাহানারা আলমের যে ডেলিভারিটা ছিল। সেটি এককথায় অবিশ্বাস্য। সেবার নির্বাচিত হয়েছিলেন মোমেন্ট অব দ্য আইপিএল। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পেসার জাহানারা আলম বলেন, ‘আইপিএলে খেলার স্বপ্ন ছিল। সেখানে যথেষ্ট ভালো করতে পেরেছি। স্বপ্ন আছে বিগব্যাশে খেলার। নিজের সেরাটা দিয়ে যেখানে সুযোগ পাবো সেখানেই ভালো করার চেষ্টা করবো।’
লঙ্কা সফর নিয়ে শঙ্কা থাকলেও দলীয় অনুশীলনে টিম বাংলাদেশ। গত ১৯ জুলাই থেকে ছেলেদের পাশাপাশি নিয়মিত মাঠে ঘাম ঝরাচ্ছেন মহিলা ক্রিকেটাররাও। গত দুই মাসে ফিটনেস আর টেকনিকে নিজের উন্নতিতে মুগ্ধ জাহানারা। ‘পেস বোলার হিসেবে ফিটনেসটা ধরে রাখা জরুরি। নিজেকে ধরে রাখতে সব ধরনের নিয়ম-কানুন মেনে চলছি।’ আছে আকুতিও। ‘আমাদের সব খেলাই পিছিয়ে গেছে। ঘরোয়া লিগ দ্রুত শুরু হলে আমাদের জন্য খুবই ভালো হয়।’
শ্রীলঙ্কা সফর নিয়ে রয়েছে ধোঁয়াশা। জাহানারা মনে করেন এতে একজন ক্রিকেটারের মানসিক ব্যাঘাত ঘটে। ট্যুর হবে কি হবে না এমন দ্বিধা-দ্বন্দ্বে থাকলে মন থেকে প্র্যাকটিসেও সিরিয়াস হওয়া যায় না। তার কথায়, ‘আমি যদি জানি অমুক দিন আমার পরীক্ষা। তাহলে সিরিয়াসনেস কাজ করবে। যদি শুনি পরীক্ষা পিছিয়ে গেছে বা যাবে তাহলে কি শুরুর ওই সিরিয়াসনেসটা কি থাকবে। একটু হলেও ব্যাঘাত ঘটবে। আশা করব শিগগিরই একটা ব্যবস্থা হোক। পুরুষ টিমের শিডিউলের ওপর আমাদের অনেক কিছু নির্ভর করছে।’

 


আরো সংবাদ



premium cement