২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বাধা এখন লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়

-

বাংলাদেশকে আতিথেয়তা দেয়ার ব্যাপারে এখন পর্যন্ত সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বোর্ডের সহ-সভাপতি রাভিন বিক্রমরতেœর প্রত্যাশা দুই তিন দিনের মধ্যেই এই ব্যাপারে একটি দিকনির্দেশনা দেবে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গতকাল লঙ্কান বোর্ডের পরামর্শে ২৭ ক্রিকেটারসহ ৩৫ জনের করোনা টেস্ট করিয়েছে বিসিবি।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সফরটির সাথে বেশ কিছু শর্ত জুড়ে দেয়। এগুলোর মধ্যে ছিল ৩০ জনের বেশি নিয়ে সফর না করা, ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা, কোয়ারেন্টিনে থাকার সময় হোটেল কক্ষ থেকে বের না হওয়া এবং সফরে কোনো সাপোর্ট স্টাফ না নেয়া। তাদের বেঁধে দেয়া শর্তে রাজি বিসিবি। সে কারণেই মুমিনুলদের এই সিরিজটি শঙ্কার মুখে পড়েছে। তবে বিক্রমরতœ এখনো ভালো কিছুর অপেক্ষাতেই রয়েছেন। বিসিবির সাথেও তার বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। এসএলসির সহ সভাপতি বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইনের জন্য অপেক্ষা করছি। আরো দুই থেকে তিন দিনের মতো সময় লাগতে পারে। বিসিবির সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এই মুহূর্তে মন্তব্য করাটা ঠিক হবে না। তারা বলেছে যে, আমাদের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে এবং ভালো একটা আলোচনা হয়েছে। এরপর এটার আউটকাম বা রিভাইস প্রটোকল না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
এ দিকে দেশের মাটিতে ক্রিকেট ফেরানোর ঘোষণা দিলেও বিসিবি সভাপতি সিদ্ধান্তটা হুট করে নিয়েছেন তা বোঝা গিয়েছিল। কোনো ধরনের টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া ক্রিকেট ফেরানো হবে তা অবশ্য পরিষ্কার করেননি, ‘কী করব সেটা এখন বলছি না। কিছু তো একটা করবই। ক্রিকেট মাঠে ফেরাব। এখন কোচিং স্টাফরা আছে। ছেলেরা এতদিন খেলার বাইরে, ওদেরকে আবার খেলার মাঠে নিয়ে আসব। দলগত প্রশিক্ষণও শুরু হয়ে গেছে।’
শ্রীলঙ্কার কড়া শর্ত ফিরিয়ে দেয়ার ১০ দিন পরও সংশোধিত প্রস্তাব আসেনি। বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সাথে মৌখিক আলোচনা হলেও আনুষ্ঠানিক চিঠি আসেনি। বিসিবি আর কতদিন অপেক্ষা করবে? এমন প্রশ্নের জবাবে এক শীর্ষ পরিচালক বলেন, ‘আমাদের শ্রীলঙ্কা সফরের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ঘরোয়া ক্রিকেট চালু করার এখন কোনো সুযোগ দেখছি না।’
জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রতি বছর শুরু হয় ঘরোয়া ক্রিকেটের মৌসুম। শেষ দুই ক্রিকেট মৌসুমে বিসিবি বর্ষপঞ্জিকা মেনে চলেছে ভালোভাবে। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে বড় ও জৌলুশপূর্ণ আসর গত বছর শুরু হয়েছে ১০ অক্টোবর। ২০১৮ সালে শুরু হয়েছিল ১ অক্টোবর। ২০২০-২১ মৌসুমের পঞ্জিকায় জাতীয় লিগ শুরুর কথা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু এবার যথাসময়ে লিগ শুরুর সম্ভাবনা নেই।
বিসিবি সভাপতি ঘরোয়া ক্রিকেট চালু করার ঘোষণা দিলেও টুর্নামেন্ট আয়োজকরা এখনো কোনো নির্দেশনা পায়নি। টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, ‘টুর্নামেন্ট শুরু করার প্রক্রিয়া নিয়ে এখনো নির্দেশনা পাইনি। আমাদের ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে লিগ শুরুর কথা।’
দুই স্তরে আট দলের টুর্নামেন্ট অক্টোবরে শুরু হচ্ছে না তা মোটামুটি নিশ্চিত। এর মূল কারণ দুইটি। প্রথমত, বিসিবি শ্রীলঙ্কা সফরের জন্য অপেক্ষা করতে রাজি। দ্বিতীয়ত, করোনাকালে আট দলের ক্রিকেটারদের নিয়ে এত বড় টুর্নামেন্ট আয়োজন করতে রাজি নয় বিসিবি। এ জন্য সহসাই ঘরোয়া ক্রিকেট আলোর মুখ দেখছে না। তবে টুর্নামেন্ট কমিটির ম্যানেজার বললেন, ‘বোর্ড যেদিন সিদ্ধান্ত নেবে, তার ১৫ দিনের মধ্যে টুর্নামেন্ট চালু করতে পারব। ক্রিকেটাররা আগের থেকে এখন সচেতন। সারা বছর খেলার জন্য প্রস্তুত থাকে। শেষবার বিপ টেস্ট নিয়ে আমরা খেলা শুরু করেছিলাম।’


আরো সংবাদ



premium cement

সকল