২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিবর্ণ ম্যানইউ, জয় আর্সেনাল লিডসের

-

হার দিয়েই প্রিমিয়ার লিগ মিশন শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৪ সালের পর ঘরের মাঠে ফের হার দিয়ে মৌসুম শুরু করল রেড ডেভিলস। ক্রিস্টাল প্যালেসের কাছে ম্যানইউ হেরেছে ৩-১ গোলে। অপর দিকে জয় দিয়ে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করা আর্সেনাল অল্পের জন্য পয়েন্ট হারাতে বসেছিল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গানাররা। আরেক ম্যাচে ঘরের মাঠে লিডস ইউনাইটেড ৪-৩ গোলে হারিয়েছে ফুলহ্যামকে।
শনিবার ওল্ড ট্রাফোর্ডে ডেভিড ডি গিয়া, পল পগবা, রাশফোর্ড ও ব্রুনো ফার্নান্দেসকে একাদশে রেখে দল সাজান ওলে গুনার সুলশার। কিন্তু এরপরও শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে একক আধিপত্য দেখায় প্যালেস। যার ফল সপ্তম মিনিটে টাউন্সেন্ডের গোলে পেয়ে যায় তারা (১-০)। প্রতি আক্রমণেও প্যালেস ছিল খুব আগ্রাসী। তাই বিরতির আগে আরো ব্যবধান বাড়তে পারত তাদের। কিন্তু ডি গিয়ার একক নৈপুণ্যে গোল বঞ্চিত হন জর্ডান আইয়ু। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই ব্যবধান বাড়িয়ে নেয় প্যালেস। পেনল্টি কিক থেকে স্কোর ২-০ করেন জাহা। দ্বিতীয়ার্ধে পগবার বদলি হয়ে ম্যানইউতে অভিষেক করেন নতুন সাইনিং ডনি ভ্যান ডি বিক। অভিষেকে নেমেই গোলের দেখা পান তিনি ডাচ তারকা। তার করা গোলে স্কোর ২-১ হলেও ৮৫ মিনিটে প্যালেসের জয় সুনিশ্চিত হয় জাহার জোড়া গোলের সুবাদে।


আরো সংবাদ



premium cement