২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আসছেন না ম্যাকমিলান

-

পারিবারিক কারণে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেছেন ক্রেইগ ম্যাকমিলান। কয়েক দিন আগে পিতার মৃত্যুর কারণে এই মুহূর্তে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। যেহেতু তিনি আসছেন না তাহলে বলাই যায়, শুরুর আগেই বিসিবির সাথে সম্পর্ক শেষ ম্যাকমিলাানের।
বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়। কোয়ারেন্টিন কাল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মধ্যে যখন সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তখনই এ খবর এলো। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, ম্যাকমিলান বিষয়টি ইতোমধ্যে তাদেরকে জানিয়েছেন।
তার কথায়, ‘ম্যাকমিলান আমাদের সাথে যোগাযোগ করে জানিয়েছেন, কয়েক দিন আগে তার বাবা মারা গেছেন। তাই আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না। আমরা তার মানসিক অবস্থা বুঝতে পারছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানচ্ছি।’
শেষ পর্যন্ত সিরিজটি মাঠে গড়ালে ম্যাকমিলানের বিকল্প পাওয়া স্বল্প সময়ের মধ্যে কঠিন হবে বোর্ডের। বাংলাদেশ অচিরেই একজন ব্যাটিং কোচ নিয়োগের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিসিবি সিইও। ‘বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত নন ম্যাকমিলান। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। তার বিকল্প খোঁজা হচ্ছে। যত দ্রুত সম্ভব একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয়ার চেষ্টা চলছে।’
পারিবারিক কারণে গত ২১ আগস্ট বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি। এরপর এক সপ্তাহের মধ্যেই ম্যাকমিলানকে নিয়োগ দেয় বিসিবি। তবে ম্যাকমিলানকে এক সিরিজের জন্য দায়িত্ব দিয়েছিল বিসিবি। শ্রীলঙ্কা সিরিজে ম্যাকমিলানের কাজ দেখে তার সাথে দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনা ছিল বিসিবির। এমনটাই জানিয়েছিল বিসিবি।
ঢাকায় আসছেন ভেট্টোরি
এদিকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেয়ার কথা থাকলেও নতুন খবর, ঢাকা থেকেই শ্রীলঙ্কা যাবেন সাবেক কিউই স্পিনার। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ‘কলম্বোর ফ্লাইটের ক্ষেত্রে জটিলতা থাকায় আমরা ভেট্টোরিকে ঢাকায় আসতে বলেছি এবং তিনি দলের সাথে শ্রীলঙ্কায় যাবেন।’


আরো সংবাদ



premium cement
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত

সকল