২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দ্বিতীয় ধাপে সবাই করোনা নেগেটিভ

-

করোনা পরীক্ষা করা ১৮ জন ক্রিকেটারের সবারই রিপোর্ট নেগেটিভ আসে। গত শনিবার ক্রিকেটারদের বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। ফলাফলে স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। শ্রীলঙ্কা সফর অনিশ্চিয়তার মধ্যে থাকলেও আজ থেকে হোটেলের কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
ক্রিকেটারদের জন্য হোটেলে সোনারগাঁওয়ে কোয়ারেন্টিন পরিবেশের ব্যবস্থা করা হয়েছে। কলম্বোর উদ্দেশে দেশ ছাড়ার আগে সাত দিন এই পরিবেশে থাকবেন তারা। ক্রিকেটাররা যেহেতু সুরক্ষা পরিবেশে প্রবেশ করছেন তাই খেলোয়াড়দের সেবা দেয়া হোটেলে ৩৫ জন স্টাফের করোনা পরীক্ষাও করা হয়েছে। মুমিনুল বাহিনীর জন্য দু’টি বাস প্রস্তুত করা হয়েছে। যা খেলোয়াড়দের অনুশীলনের জন্য হোটেল থেকে স্টেডিয়াম ও স্টেডিয়াম থেকে হোটেলে যাতায়াত করবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘দু’টি বাসের চালকেরও করোনা পরীক্ষা করা হয়েছে এবং তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদেরকেও আগামী সাত দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে।’


আরো সংবাদ



premium cement