১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিপদে পাকিস্তান

পাকিস্তানের ইনিংসের শেষ ভরসা বাবর আজমকে আউট করে স্টুয়ার্ট ব্রডের উদযাপন। গতকাল সাউদাম্পটনে: ক্রিকইনফো -

সাউদাম্পটনের আকাশে কালো মেঘ টেস্টের প্রথম দিন থেকেই; কিন্তু তার চেয়েও বেশি মেঘ জমা হয়েছে পাকিস্তান দলের ভাগ্যাকাশে। বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার, তাতেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে গেছে দল। তবু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন দলের সবচেয়ে বড় তারকা বাবর আজম; কিন্তু গতকাল দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর তার বিদায়ে ভেঙে গেছে সেই প্রতিরোধ।
ফলে সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান। গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২১০ রান। মোহাম্মদ রিজওয়ান ৫০ ও মোহাম্মদ আব্বাস শূন্য রানে ব্যাট করছেন। ১২০ রানে ৫ উইকেট হারিয়ে আগের দিনই ধুঁকতে শুরু করেছিল আজহার আলীর দল। এগারো বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েও শূন্য রানে ফিরেছেন ফাওয়াদ আলম। তবু গতকাল দ্বিতীয় দিন সকাল থেকেই লড়াই করেছেন বাবর। কিন্তু ব্যক্তিগত ৪৭ রানে স্টুয়ার্ট ব্রডের এক দুর্দান্ত ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে তাকে ফিরতে হয়। সেই সাথে শেষ হয়ে যায় পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর গড়ার সম্ভাবনা। আগের দিনের মতো গতকালও কয়েকবার হানা দিয়েছে বৃষ্টি। তার মাঝেও বাবর লড়াইটা চালিয়ে যেতে চেষ্টা করেছিলেন। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড কিংবা স্যাম কারানদের ভালোভাবেই সামলেছেন। আবার সুযোগ পেলে রানও তুলেছেন। ষষ্ঠ উইকেটে তাই রিজওয়ানকে নিয়ে গড়তে পেরেছেন ৩৮ রানের জুটি; কিন্তু মিডল স্ট্যাম্পের ওপর ব্রডের গুড লেন্থের ডেলিভারিটি ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে জস বাটলারের গ্লাভসে। পাকিস্তানের সংগ্রহ তখন ৬ উইকেটে ১৫৮ রান। এরপর ইয়াসির শাহ ক্রিজে এসেও থাকতে পারেনি বেশিক্ষণ। ৫ রান করে ফিরেছেন অ্যান্ডারসনের বলে। অ্যান্ডারসন ৩টি ও ব্রড ২টি উইকেট নিয়েছেন।


আরো সংবাদ



premium cement