২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এশিয়ার বিশ্বকাপ বাছাই স্থগিত

আজ থেকে বন্ধ বাংলাদেশ দলের ক্যাম্প
-

ঝুঁকিই নিয়েছিল ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন। মার্চে স্থগিত হয়ে যাওয়া ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব ফের তারা অক্টোবর নভেম্বরে আয়োজন করতে চেয়েছিল। তা এই করোনা-ঝুঁকির মধ্যেই। সাথে ছিল কিছু কঠিন শর্ত। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করেতই হলো বিশ্ব ফুটবলের সর্বময় এই সংস্থাকে। করোনার কারণে এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বিদ্যমান। বন্ধ ফ্লাইটও। ফলে হোম অ্যান্ড অ্যাওয়ের এই বাছাই পর্ব খেলতে এক দেশের আরেক দেশে যাওয়া অসম্ভব। এই প্রেক্ষাপটেই এশিয়ার বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত করেছে ফিফা। যা হওয়ার কথা ছিল অক্টোবর এবং নভেম্বরের ফিফা উইন্ডোতে। এই বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছর। তারিখ অবশ্য এখনো জানায়নি ফিফা। কোভিড-১৯ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ শেষেই খেলার নতুন তারিখ নির্ধারিত হবে। জানিয়েছে ফিফা এবং এএফসি। এ দিকে খেলা স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের ক্যাম্পও আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আর ক্যাম্পের করোনা আক্রান্ত ফুটবলারদের চিকিৎসা হবে বাফুফের তত্ত্বাবধানে।
করোনায় বিপর্যস্ত এশিয়ার অনেক দেশ। বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে অংশ নেয়া বাংলাদেশ এবং ভারতে হাজার হাজার মানুষ মারা গেছেন এই মহামারীতে। বাংলাদেশ দলে তো প্রথম দফায় ১৮ ফুটবলারের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এই পরিস্থিতিতে এমনিতেই ‘ই’ গ্রুপের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হুমকির মুখে ছিল। এখন তা ফিফার নির্দেশে স্থগিতই হলো। এর আগে মার্চ থেকে জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বাছাই পর্ব। তখনো তা স্থগিত করা হয় এই করোনার কারণে।
বাংলাদেশের খেলা স্থগিত হওয়ায় ইংল্যান্ড থেকে কোচ জেমি ডে এবং অন্য কোচিং স্টাফদের নির্ধারিত তারিখে বাংলাদেশে আসা কি হচ্ছে। তাদের ১৭ আগস্ট আসার কথা ছিল। বাফুফে সূত্র বলছে, এই বিষয়ে আজ সিদ্ধান্ত। তাদের টিকিট অবশ্য কাটা হয়ে গেছে।
বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, কোচের সাথে আলোচনা করেই ন্যাশনাল টিমস কমিটি স্থগিত করেছে জাতীয় দলের ক্যাম্প। ক্যাম্পের করোনা আক্রান্ত ফুটবলাররা বাফুফের তত্ত্বাবধানেই কোয়ারেন্টিনে থাকবেন। সুস্থতা সাপেক্ষেই তারা ত্যাগ করবেন ক্যাম্প।


আরো সংবাদ



premium cement
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের দক্ষিণ আফ্রিকায় বাস খাদে, নিহত ৪৫, বাঁচল একটি শিশু ইসরাইলের রাফা অভিযান পরিকল্পনা স্থগিত

সকল