২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভুল করতে চায় না পাকিস্তান

-

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হাতের তালুতে থাকা ম্যাচ ছিটকে গেছে পাকিস্তানের কাছ থেকে। ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় টেস্টে আর সেই ভুল করতে চায় না পাকিস্তান। এই ম্যাচ হারলেই সিরিজ শেষ। অন্য দিকে ইংল্যান্ড চাইছে জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে। আজ বিকেল ৪টায় রোজ বোল স্টেডিয়ামে দুই রকম লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল। প্রথম টেস্টে শুরুর তিন দিন স্পষ্ট ব্যবধানে ইংলিশদের চেয়ে এগিয়ে থেকেও চতুর্থ দিনে ম্যাচ হেরে গেছে পাকিস্তান। ০ং
দ্বিতীয় টেস্টের আগে অবশ্য ইংল্যান্ড দলনেতার কপালে চিন্তার ভাঁজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলবেন না অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকসের পরিবর্তে জ্যাক ক্রাউলিকে দলে নিয়েছে ইংল্যান্ড। দলের সেরা পারফর্মার পারিবারিক কারণে ছুটি নেয়ায় কিছুটা বিপাকে জো রুটের দল। তা সত্ত্বেও জয়ের ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘স্টোকসের অভাব অনুভব করব। তবে আগের ম্যাচের বাটলার-ওকস যা করেছে, সেটি প্রমাণ করে আমরা যেকোনো পরিস্থিতিতে হাল ছাড়তে নারাজ।’ অন্য দিকে পাকিস্তানের কোচ মিসবাহ বলেন, প্রথম টেস্টে যেভাবে খেলেছে দল, তাতে আমি সন্তুষ্ট। তবে চাপ নেয়ার ক্ষমতা আরো বাড়াতে হবে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। সিরিজে সমতা আনতে পুরো দল বদ্ধপরিকর।’


আরো সংবাদ



premium cement