২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যুবাদের ক্যাম্পে ৪৫ ক্রিকেটার

-

আকবরদের পালা শেষ। এবার ২০২২ বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-১৯ দল তৈরির মিশনে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্পের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডাক পেয়েছেন মোট ৪৫ ক্রিকেটার। নতুন যুবাদের তিন ভাগে যোগ দিতে হবে ক্যাম্পে। তবে ৪৫ ক্রিকেটার ক্যাম্পে যোগ দেয়ার আগে দিতে হবে করোনা পরীক্ষা। বিসিবি মিরপুর শেরেবাংলাতে ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত তাদের কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করবে।
গ্রুপ-১
মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, মো: হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া রোমান, শাহরিয়ার আলম মোহসীন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ আশরাফুল হাসান রোহান ও হাসিব হাওলাদার।
গ্রুপ-২
অনিক চাকি, অনিক সরকার সেতু, ইমন আলী, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, মোহাম্মদ জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত ও আরাফাত ইসলাম।
গ্রুপ- ৩
সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন অহিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লাহ, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী সুমন, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মইনুল হাসান।

 


আরো সংবাদ



premium cement