১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

হকি ক্যাম্পেও করোনার হানা

-

ফুটবলের মতো করোনা হানা দিয়েছে হকি ক্যাম্পেও। গত শনিবার অনূর্ধ্ব-২১ হকি দলের ১৬ জন ক্যাম্পে রিপোর্ট করে করোনা পরীক্ষা করিয়েছেন। যাদের মধ্যে বিকেএসপির রাকিবুল হাসান এবং ওবায়দুর রহমানের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইউসুফ। তার কথায়, ‘হাতে রিপোর্ট না পেলেও আমরা জানতে পেরেছি দু’জনের ফল পজিটিভ এসেছে। তাদেরকে আমরা কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করব। বাকিরা যথারীতি ফিটনেস ক্যাম্প করবে।’
করোনায় বিপর্যস্ত ঘরোয়া ফুটবল। জাতীয় দলের ক্যাম্পে হানা দিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে করোনা। আক্রান্ত হয়েছেন ৩০ ফুটবলারের মধ্যে ১৮ জনই। সেই শঙ্কা মাথায় নিয়ে শুরু হয়েছে হকির ক্যাম্পও। বিমানবাহিনীর শাহীন হলে রিপোর্টিং করেছেন যুব দলের ২১ সদস্যের মধ্যে ১৬ জন। যাদের মধ্যে বিকেএসপির বর্তমান ১২ এবং বিভিন্ন জেলার ৪ জন খেলোয়াড় রয়েছেন। বাকি পাঁচজন ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষা করেই ক্যাম্পে আসবেন বলে জানা গেছে। অন্যদের নেগেটিভ এলেও সাতদিন আইসোলেশনে থাকতে হবে। এরপরেই বিমানবাহিনীর তত্ত্বাবধানে সদর দফতরে শুরু হবে খেলোয়াড়দের ফিটনেস ক্যাম্প।
গত জুনে ঢাকায় হওয়ার কথা ছিল এশিয়ান অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি। টুর্নামেন্টটি বাতিল হয়নি। করোনা শেষে আগামী বছর শুরুর দিকে হতে পারে ঢাকাতেই। সেই ক্যাম্পের খেলোয়াড়দেরই ডাকা হয়েছে এই ক্যাম্পে। জাতীয় দলের খেলোয়াড়েরা যেহেতু বিভিন্ন বাহিনীতে আছেন এবং বাহিনীর তত্ত্বাবধানেই ফিটনেস অনুশীলন করেন, তাই তাদের ক্যাম্পে ডাকা হয়নি। তরুণদের নিয়েই এই ক্যাম্প। বাহফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ক্যাম্পে আরো ৫ জন যোগ দেবেন আগামীকাল। তাদেরও করোনা পরীক্ষা হবে। ’
গতকাল শাহীন হলে আনুষ্ঠানিকভাবে হকির ফিটনেস ক্যাম্প উদ্বোধন করেন বিমানবাহিনীর প্রধান ও ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

 


আরো সংবাদ



premium cement