২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মাঠে ফিরতে ব্যাকুল সাব্বির

-

করোনার দাপটে পাঁচ মাস ঘরবন্দী সময় কাটিয়ে ব্যক্তিগত অনুশীলন দিয়ে মাঠে ফিরেছেন সাব্বির রহমান। মহামারীকালেও বিসিবির ব্যবস্থাপনায় মাঠে ফিরতে পেরে প্রত্যাশার বেড়ে গেছে সাব্বিরের। এখন মাঠের খেলায় ফিরতে ব্যাকুল তিনি।
মিরপুরে গতকাল বেলা ২টা থেকে শুরু হওয়া অনুশীলন শেষ হয়েছে বিকেল ৩টা ৫০ মিনিটে। সাব্বির এসে আগে ৫০ মিনিটের ব্যাটিং শেষে ৫০ মিনিট রানিং ও জিম সেশনে ঘাম ঝরিয়েছেন। সাব্বির বলেন, ‘প্রায় পাঁচ মাস পর এই মাঠে এলাম। অনুভূতি প্রকাশ করতে পারব না, খুব ভালো লাগছে। অনেকদিন পর অনুশীলন শুরু করলাম মিরপুর স্টেডিয়ামে। ব্যাটিং করলাম, বিসিবি যেসব নির্দেশনা দিয়েছে তিন ফুট দূরত্ব বজায় রাখা ও অন্যান্য নিয়ম মেনে চলছি। খুব ভালো সুযোগ-সুবিধা অনুশীলনের জন্য, ওয়ান বাই ওয়ান। সবাই টাইম মেনে চলছে। আজ আমার দুইটা থেকে ছিল, ট্রেনিং শেষ করলাম খুব ভালো লাগছে।’
সাব্বির সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন গেল মার্চে। ১৫ মার্চ বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন ওল্ড ডিওএইচএসর বিপক্ষে। ওই সময় দেশে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করলে আর ব্যাট হাতে নামা হয়নি। বৈশ্বিক মহামারীর মধ্যেও সুরক্ষা নিশ্চিত করে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে ইংল্যান্ড-পাকিস্তান। এর আগে গত মাসে ইংলিশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজও গড়িয়েছে। তাদের দেখে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আশাবাদী হয়ে উঠেছেন সাব্বিরও।
‘অনেক দিন ধরেই আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট বন্ধ আছে। সবাই তাকিয়ে আছে কবে শুরু হবে মাঠের খেলা। মাঝে মধ্যে হতাশাও কাজ করছে। ইংল্যান্ড-পাকিস্তান যখন খেলছে বা ওয়েস্ট ইন্ডিজ যখন খেলেছে, তখন খুব ভালো লেগেছে। আমাদের দেশে যদি সব ঠিকঠাক থাকে ইনশা আল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ম্যাচ খেলব। খুব উজ্জীবিত হয়ে আছি মাঠে খেলার জন্য।’


আরো সংবাদ



premium cement
হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের উপজেলা নির্বাচন জটিলতা ভোটাধিকারের প্রতি মর্যাদা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

সকল