২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু আজ

-

আজ থেকে শুরু ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের ব্যক্তিগত অনুশীলন। গত মাসে প্রথম ধাপের অনুশীলন যেভাবে হয়েছিল সেভাবেই হবে দ্বিতীয় ধাপের অনুশীলন। ইংল্যান্ডফেরত তামিম ইকবাল কোয়ারেন্টিনে থাকায় অনুশীলনে যোগ দিতে পারছেন না। তামিম ছাড়া বাকি সবাই যোগ দেবেন আজ থেকে শুরু হওয়া অনুশীলনে। নতুন করে থাকার কথা রয়েছে মোস্তাফিজুর রহমান ও মুমিনুল হকের।
ঈদের আগে ১৫-১৬ জন ক্রিকেটার বিসিবির ব্যবস্থাপনায় এই ট্রেনিং শুরু করেছিল। তবে এবার দ্বিতীয় ধাপে সেই সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ। ইতোমধ্যে ৩০ জনের মতো ক্রিকেটার একক অনুশীলন করার সুযোগ চেয়েছে বিসিবির কাছে। জাতীয় দল ও বাদ পড়া ক্রিকেটাররা ছাড়াও প্রতিভাবান বেশ কয়েকজন তরুণ এই ট্রেনিংয়ে অংশ নেবেন।
তামিম ইকবালের কোয়ারেন্টিন শেষ হবে আগামী ১৪ আগস্ট। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ক্রিকেট বোর্ড চেষ্টা করছে এর আগেই তামিমকে অনুশীলনে ফেরানোর। তার কথায়, ‘সরকারের নিয়ম অনুযায়ী তামিম কোয়ারেন্টিনে আছেন। আমরা খেঁাঁজ রাখছি। দেখি এর মধ্যে ওর করোনা টেস্ট করানো হতে পারে। যদি নেগেটিভ আসে তাহলে দেখি কী করতে পারি।’ পেটের ব্যথার চিকিৎসা করাতে গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন তামিম। লন্ডনের চিকিৎসক তামিমকে এখনো কোনো চিকিৎসা দেননি। তবে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। পাঁচ থেকে ছয় দিন পর পরীক্ষার ফল জানা যাবে। তামিম তত দিন লন্ডনে অপেক্ষা করতে চাননি। ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন ঈদের দিন সকালে। এখন বিদেশ থেকে আসা সবারই দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক।


আরো সংবাদ



premium cement
মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২ কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি

সকল