২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাফুফের আবাসন পার্টনার সারাহ রিসোর্ট

-

বাংলাদেশ দলের একটি অংশ গত পরশু চলে গিয়েছে সারাহ রিসোর্টে। এর আগে গত নভেম্বরে বাফুফের বার্ষিক সাধারণ সভাও (এজিএম) অনুষ্ঠিত হয় সেখানে। আর এখন থেকে এই সারাহ রিসোর্ট বাফুফের আবাসন পার্টনার। গতকাল এ নিয়ে বাফুফের সাথে চুক্তি হয় সারাহ রিসোর্টের। চুক্তি তিন মাসের জন্য। বাফুফের পক্ষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এবং সারাহ রিসোর্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
সূত্র মতে, খুব কম মূল্যেই বাফুফের সাথে চুক্তি সারাহ রিসোর্টের। এতে প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি হলেও ফুটবল দলকে তা ব্যবহারের সুযোগ দিয়ে ব্যাপক প্রচারণা পাচ্ছে ২০০ শত বিঘার উপর প্রতিষ্ঠিত গাজীপুরের এই রিসোর্ট। আছে সুইমিংপুলসহ অনুশীলনের সব সুযোগ-সুবিধা। ফুটবল মাঠও একাধিক।


আরো সংবাদ



premium cement

সকল