২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সব ঠিক হয়ে যাবে : সুমন

-

করোনা মহামারীর প্রকোপ কিছুটা কমে আসায় আশা জেগেছে ক্রীড়াঙ্গনে। ঈদের আগে ১৪ জন ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন করার পর আশার মাত্রাটা বেড়েছে। আকাক্সক্ষা বেড়েছে দলগত অনুশীলনের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই দলগত অনুশীলনের বিপক্ষে। সামনে শ্রীলঙ্কা সফরের কথাবার্তা চলছে। সেটি নিশ্চিত হয়ে গেলেই কেবল দলগত অনুশীলনের কথা ভাববে বোর্ড। এত দিন বসে থাকার পরও মাঠে ব্যাট বলের লড়াইয়ে তেমন ফারাক দেখছেন না বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, ক্রিকেটাররা একবার মাঠে ফিরতে পারলেই ঠিক হয়ে যাবে সবকিছু।
ঈদের পরই মাঠে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়াটা একটু জোরেশোরেই হওয়ার কথা। বিসিবিও চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থগিত হওয়া আন্তর্জতিক ক্রিকেট সিরিজ আবার আয়োজন করার। শ্রীলঙ্কা সফর হলেই এ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার হারানো সুযোগ ফিরে পাবেন টাইগাররা। মাঠে ফিরলে করোনার চ্যালেঞ্জ টাইগাররা মানিয়ে নিতে পারবেন দ্রুতই।
হাবিবুল বাশার বলেন, ‘আমরা এখনো কোনো দল ঘোষণার কথা ভাবতে পারিনি। কারণ আমাদের সামনে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। যদি শ্রীলঙ্কা সফর হলেই আমাদের কাজ শুরু হবে। করোনার যে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে আমার ধারণা ক্রিকেট মাঠে ফিরলে তা বাংলাদেশ সহজেই মানিয়ে নিতে পারবে। মাঠে নামলে সব আগের মতোই হয়ে যাবে।’
জুনের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তিন টেস্টের সিরিজ খেলা ভীষণ কঠিন হবে বলেই সফরটি সেই সময় স্থগিত হয়। সিরিজটি ফের আয়োজন হলে একই চ্যালেঞ্জ থাকবে টাইগারদের সামনে। তবে নির্বাচক বাশার মনে করেন চ্যালেঞ্জ দুই দলের জন্যই সমান, ‘আমি মনে করি আমাদের জন্য যে চ্যালেঞ্জ হবে শ্রীলঙ্কার জন্যও তাই। ওরা আগে অনুশীলন শুরু করেছে বলে এগিয়ে থাকবে, আসলে তা নয়। ওরা কিন্তু মাঠের ক্রিকেট শুরু করেনি। তাই আমি মনে করি দুই দলের জন্য অবস্থা একই রকম।’
ঈদের আগেই করোনা ভয় উড়িয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দল। উভয় দলের টেস্ট ম্যাচে দেখা গেছে করোনার প্রভাবে বদলে যাওয়া ক্রিকেটের রূপ। নতুন নতুন সব নিয়ম যোগ হয়েছে ক্রিকেটে। ঈদের সময় হলো আয়ারল্যান্ড ও ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজ। গতকাল থেকে শুরু হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড সিরিজ। তাই টাইগাররা মাঠে ফিরলে এসব নিয়মের সাথে মানিয়ে নেয়া তেমন একটা চ্যালেঞ্জ হবে না বলে মনে করেন সুমন, ‘সবাই কিন্তু বাসায় বসে ম্যাচগুলো দেখেছে এবং দেখছে। যেসব বদল এসেছে তার সম্পর্কে একটা ধারণাও তৈরি হয়েছে। মাঠে যখন ক্রিকেট শুরু হবে তখন প্রফেশনাল ক্রিকেটাররা সহজেই মানিয়ে নিতে পারবেন।’


আরো সংবাদ



premium cement