২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

তিন ফুটবলার ছাড়ছে না বসুন্ধরা কিংস

-

আজ থেকে ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সকালে ১২ ফুটবলার আসবেন বাফুফে ভবনে। সেখানে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ( সাবেক পিজি হাসপাতাল ) করোনা টেস্ট তাদের। বিকেলেই এরা পেয়ে যাবেন করোনার রিপোর্ট। এরপর তাতে উত্তীর্ণরা চলে যাবেন জাতীয় দলের আইসোলেশন ক্যাম্প সারাহ রিসোর্টে। তবে এই ক্যাম্পে আপাতত উঠা হচ্ছে না বসুন্ধরা কিংসের তিন ইনজুরি কাটিয়ে আসা ফুটবলার মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ এবং মতিন মিয়ার। জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানান, ‘এই তিন ফুটবলার লম্বা সময় ধরে ইনজুরির সাথে লড়াই করে এখন সুস্থ। তারা নিজেদের ফিট দাবি করলেও বসুন্ধরা কিংস প্রথমে দেখবে এই ফুটবলারদের। এরপর তাদের জাতীয় দলের ক্যাম্পে উঠার প্রসঙ্গ।’ আজ ক্যাম্পে যোগ দেয়া ১২ ফুটবলার। এ দিকে আজ থেকে শুরু হওয়া ক্যাম্পে যোগ দেয়া হচ্ছে না জামাল ভূইয়া এবং তারিক কাজীর। ডেনমার্ক ও ফিনল্যান্ডে ভ্রমণ নিষিদ্ধ থাকায় ২০ আগস্টের আগে তাদের আসা হচ্ছে না।


আরো সংবাদ



premium cement