২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্রশংসায় ভাসছেন ব্রড

-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টেস্ট ক্রিকেটে সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের ডান হাতি পেসার স্টুয়ার্ট ব্রড। জেমস অ্যান্ডারসনের পর ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের চতুর্থ পেসার হিসেবে এই নজির গড়লেন তিনি।
ব্রডের এমন কীর্তির প্রশংসা করছেন বিশ্ব ক্রিকেটের সাবেক খেলোয়াড়রা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ বলেন, ‘কঠোর পরিশ্রমের ফল পেয়েছে সে। প্রথম টেস্টে একাদশে সুযোগ না পেয়ে কষ্ট পেয়েছিল ব্রড; কিন্তু দারুণভাবে ফিরে এসেছে সে।’ উল্লেখ্য ২০০১ সালে বিশ্বের প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন ওয়ালশ। এখন সেই তালিকায় সর্বমোট সাতজন আছেন।
শচিন টেন্ডুলকার লিখেন, ‘দ্বিতীয় টেস্ট শুরুর পরই বলেছিলাম, ব্রডকে দারুণ উজ্জীবিত মনে হচ্ছে। সে লক্ষ্য স্থির করে খেলতে নেমেছিলো। সে তার লক্ষ্য পূরণ করেছে। তাকে অভিনন্দন।’ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেন, ‘সব সময়ই কঠিন এক প্রতিপক্ষ ব্রড। বড় এক অর্জন নিজের করে নিলো সে। তার জন্য শুভ কামনা রইল।’
২০০৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ব্রডের। ব্রডকে অভিষেক টেস্ট ক্যাপ পড়িয়ে দিয়েছিলেন সেই সময়ের ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সেই ছবি পোস্ট করে ভন লিখেছেন, ‘সব সময়ই মনে হয়েছে, সে ভালো করবে এবং বহু দূর যাবে। স্কিল-কঠোর পরিশ্রম ও ভালো করার দৃঢ় বিশ্বাস তাকে এই পর্যায়ে নিয়ে আসছে। ব্রডকে অভিনন্দন।’
সাবেকদের ক্রিকেটারদের প্রশংসা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রড। তিনি বলেন, ‘সবার সমর্থন ও ভালোবাসায় আমি অভিভূত। অনেক ধন্যবাদ সবাইকে। দলের জয়ের ম্যাচে ৫০০ উইকেট পাওয়া ও সিরিজ জয়, সবই বিশেষ অনুভূতি।’

দ্য ফাইভ হানড্রেড ক্লাব

বোলার দেশ ম্যাচ উইকেট
মুত্তিয়া মুরালিধরন শ্রীলঙ্কা ১৩৩ ৮০০
শেন ওয়ার্ন অস্ট্রেলিয়া ১৪৫ ৭০৮
অনিল কুম্বলে ভারত ১৩২ ৬১৯
জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড ১৫৩ ৫৮৯
গ্লেন ম্যাকগ্রা অস্ট্রেলিয়া ১২৪ ৫৬৩
কোর্টনি ওয়ালশ ও. ইন্ডিজ ১৩২ ৫১৯
স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ড ১৪০ ৫০১

 


আরো সংবাদ



premium cement