২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

লারাকে টপকালেন হোল্ডার

-

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১১৬ দিন পর ফেরা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেই কিংবদন্তি স্বদেশী ব্রায়ান লারাকে পেছনে ফেললেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। সাউদাম্পটনের ম্যাচে জেসন হোল্ডারের নেতৃত্বে ৪ উইকেটে জয়ের স্বাদ পায় ক্যারিবীয়রা। আর এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে গেছেন হোল্ডার।
অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ১১তম জয়ের স্বাদ পেয়েছেন হোল্ডার। আর দলনেতা হিসেবে ১০ টেস্টে জয়ের স্বাদ পেয়েছিলেন লারা। ৪৭ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেন লারা। তার নেতৃত্বে ১০টিতে জয়, ২৬টিতে হার ও ১১টি ড্রয়ের স্বাদ পায় ক্যারিবীয়রা।
লারার চেয়ে ১৪টি ম্যাচে কম নেতৃত্ব দিয়েই ক্রিকেটের বরপুত্রকে টপকে গেছেন হোল্ডার। ৩৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ১১টি ম্যাচে জয়ের স্বাদ দিয়েছেন হোল্ডার। পাশাপাশি ১৭টিতে হার ও ৫টি ড্রও রয়েছে। ১১টি জয়ে স্যার রিচি রিচার্ডসনের পাশে নিজের নাম লেখালেন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজকে ২৪ টেস্টে নেতৃত্ব দিয়ে ১১টি জয় রয়েছে রিচার্ডসনেরও। সাথে ৬টি হার ও ৭টি ড্র রয়েছে।
টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়া ও জয়ের স্বাদের রেকর্ড রয়েছে ক্লাইভ লয়েডের। তার নেতৃত্বে ৭৪টি টেস্টে ৩৬টিতে জয়, ১২টি হার ও ২৬টি ড্র করে ক্যারিবীয়ানরা।

 


আরো সংবাদ



premium cement
শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া

সকল