১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আরচারি দিয়ে খুলছে বদ্ধ দুয়ার

সরব হচ্ছে ক্রীড়াঙ্গন
-

স্তব্ধ পৃথিবীতে বর্তমানে স্বস্তির উপকরণ হয়ে দেখা দিয়েছে ক্রীড়াঙ্গন। ডাক্তাররা যখন জীবনের ঝুঁকি নিয়ে দিনগুলো পার করছেন মানব সেবায়, বিজ্ঞানীদের চিন্তাচেতনায় যখন প্রতিষেধক আবিষ্কারের নেশা। তখন রঙহীন পৃথিবীতে একছটা প্রাণের সঞ্চার করছে ক্রীড়াঙ্গন। শুরুটা ফুটবল দিয়ে, এরপর একই কাতারে এসেছে গলফ, বেসবল, ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ। সবশেষ ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ দিয়ে ২২ গজে ফিরেছে ক্রিকেট। ক্রীড়াপ্রেমীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে বৈকি। এ দিকে ঈদের আগেই বাংলাদেশের মাটিতে আরচারি দিয়ে খুলছে ক্রীড়াঙ্গনের বদ্ধ দুয়ার।
দুনিয়াজুড়ে চলছে করোনার তাণ্ডব। লকডাউনের বন্দী জীবনে অতিষ্ঠ সব বয়সী মানুষ। সেই বধ্যভূমিতেই হটস্পট ইউরোপে ৬ মে ফুটবলকে মাঠে নামায় জার্মানরা। সারা দুনিয়ার ক্রীড়াপ্রেমীরা আগ্রহ নিয়েই স্বাগত জানিয়েছিল বুন্দেসলিগার সেই ম্যাচটিকে। এরপর স্প্যানিশ, ইতালিয়ান এবং ইংলিশ লিগ শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই চলেছে রেসলিং ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউন। তাইওয়ানে লকডাউনের দুনিয়ায় যাত্রা শুরু করেছে বেসবল চ্যাম্পিয়নশিপের। এরপর একে একে জাপান, কম্বোডিয়া, ভিয়েতনামেও ফিরেছে বেসবল। তিন মাস বন্ধ থাকার পর, পিজিএ ইউরোপিয়ান টুর দিয়ে জুনের শেষে মাঠে ফিরেছে গলফ। এবার অপেক্ষা এশিয়ান টুরের তারিখ ঘোষণার। যেখানে অংশ নিতে মুখিয়ে আছেন বাংলাদেশের আইকন গলফার সিদ্দিকুর রহমান।
আন্তর্জাতিক অঙ্গন থেকে সাহস সঞ্চয় করে করোনার ভয় দূরে সরিয়ে বন্ধ ক্রীড়াঙ্গনের দুয়ার খোলার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ আরচারি ফেডারেশন। স্বাস্থ্য অধিদফতরের অনুমতি মিললে ঈদের আগেই ক্যাম্প চালু করতে চায় তারা। পাশাপাশি অনুমতি সাপেক্ষে শুটিং ফেডারেশনও ট্রেনিং শুরুর প্রস্তুতি নিয়েছে। কয়েকটি ফেডারেশনের সাথে আলোচনা শেষে ঈদের পর খেলাধুলা শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তবে আরচারি ফেডারেশন ঈদের জন্য অপেক্ষা করতে চায় না। বিশ্ব আরচারির কথা উল্লেখ করে ফেডারেশন সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘করোনার ভয়ে কেউ বসে নেই। ইউরোপে আগেই ট্রেনিং শুরু হয়েছে। তা ছাড়া ভারত, ভুটান, কোরিয়া, জাপান এমনকি করোনার উৎপত্তিস্থল চীনেও ট্রেনিং চলছে। শারীরিক সংস্পর্শ এড়িয়েই খেলা যায় আরচারি। টঙ্গীতে আমাদের যে অবকাঠামো আছে, সেখানে ৯৯ শতাংশ সুরক্ষা বজায় রেখে আরচাররা ট্রেনিং করতে পারবে। আশা করছি এ সপ্তাহেই স্বাস্থ্য অধিফতরের অনুমোদন পেয়ে যাব, এরপরই ট্রেনিং শুরু করে দেবো। ১২ জনকে নিয়েই হবে ট্রেনিং, সাথে কোচিং স্টাফরা থাকবেন।’

 


আরো সংবাদ



premium cement
মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী

সকল