২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

স্টোকসের নির্ঘুম রাত

-

নিয়মিত অধিনায়ক ছুটিতে থাকার কারণে ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব দেয়ার অভিষেক হয় অলরাউন্ডার বেন স্টোকসের। চার দিনের তুমুল লড়াই শেষে ম্যাচ দাঁড়িয়ে শেষ দিনের রোমাঞ্চে। শঙ্কা-আর সম্ভাবনার দোলাচলে অধিনায়কের ঘুম হারাম হওয়াই স্বাভাবিক। সাউথ্যাম্পটন টেস্টের শেষ দিনের আগের রাতে সেই অভিজ্ঞতা হয়েছে বেন স্টোকসের। ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বুঝতে পেরেছেন, নিয়মিত অধিনায়ক জো রুটকে এমন কত নির্ঘুম রাত কাটাতে হয়! অধিনায়কত্বের অভিষেক হলো হার দিয়ে। ম্যাচের পর স্টোকসের কথায় ফুটে উঠল, দলকে নেতৃত্ব দেয়ার ভার কতটা কঠিন। স্টোকস বলেন, ‘বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন জো (রুট)। সে না থাকা মানে আমাদের জন্য অনেক বড় শূন্যতা। পরের সপ্তাহে আমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। শুভকামনা জো।’ ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘গত রাতটি ছিল একমাত্র রাত, যখন আমি ঘুমাতেই পারছিলাম না। অনেক ভাবনা মাথায় ঘুরছিল; ম্যাচটি কিভাবে শেষ হবে, কী হতে যাচ্ছে। আমি বুঝতে পারছি, কেন জো রাতে ঠিকমতো ঘুমাতে পারে না।’

 


আরো সংবাদ



premium cement