২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

এএফসি লাইসেন্স পেলেন দেশের তিন কোচ

-

গত বছর এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে কোচদের ‘এ’ লাইসেন্স করার অনুমতি পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এএফসির ‘এ’ লাইসেন্স সম্পন্ন করেছেন দেশের তিন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, নুরুজ্জামান নয়ন ও সাইদ হাসান কানন। গত শনিবার বাফুফে ভবনে কোচদের হাতে ‘এ’ লাইসেন্স তুলে দেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ সাইদ হাসান কাননের উক্তি, ‘বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ কোভিড-১৯ এর সঙ্কটময় সময়েও উনি কাজ করে যাচ্ছেন এবং এরই ফলাফল হিসেবে আমরা আজকে লাইসেন্সটি হাতে পেলাম।’
শুধু দেশী ফুটবলার নয় অন্যান্য দেশের আগ্রহীরাও ফেডারেশন থেকে কোর্স সম্পন্ন করছেন বলে জানান বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল, ‘বাফুফের পক্ষ থেকে বিগত চার বছরে পনেরোটি কোচিং কোর্স সম্পন্ন করা হয়েছে এবং এর মাধ্যমে আমরা ২৫০ জন কোচকে সাহায্য করতে পেরেছি। ২০১৯ থেকে এএফসির সাথে জড়িত হয়েছি এবং এর পর থেকে আমরা তিনটি ক্যাটাগরিতে লাইসেন্স দিচ্ছি।’

 


আরো সংবাদ



premium cement