২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

স্টোকসের ৪০০০ রান ও ১৫০ উইকেট

-

অলরাউন্ডারদের বনেদী ক্লাবে নাম লিখিয়েছেন বেন স্টোকস। সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিনে ক্যারিবীয় ব্যাটসম্যান আলজারি জোসেফের উইকেট তুলে নিয়ে এই কীর্তি গড়েন ভারপ্রাপ্ত ইংলিশ অধিনায়ক। জোসেফের উইকেটটি ছিল স্টোকসের ১৫০তম টেস্ট উইকেট। এই উইকেট প্রাপ্তির মাধ্যমেই তিনি ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্টে চার হাজার রান ও ১৫০ উইকেটের মালিক বনে গেছেন।
স্টোকসের আগে একই কীর্তিতে নাম লেখিয়েছেন স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস এবং ড্যানিয়েল ভেট্টোরি। এই মাইলফলক অর্জনে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় স্টোকস। তালিকায় নাম লেখাতে ৬৪ টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন সত্ত্বেও ব্যাটিং বেছে নিয়ে নিজ দলের বিপদ বাড়িয়েছিলেন স্টোকস। তবে তৃতীয় দিনে ৪ উইকেট ও ১ ক্যাচ নিয়ে ক্ষতির পরিমাণ কমিয়ে আনেন তিনি নিজেই।

 


আরো সংবাদ



premium cement