১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

গাছের ছায়ায় ফুটবলারদের সাথে সভা

-

করোনার ভয়াবহতা। এই কারণে ১৫ মার্চের পর থেকে বন্ধ দেশের ফুটবল। ফলে ফুটবলাররা যেমন ঘরে বসা তেমনি তাদের পাওনাও বাকি ক্লাবের কাছে। এই ফুটবল আবার কবে শুরু হবে, তাদের পাওয়া টাকার কি হবে এ নিয়ে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সভা জাতীয় দল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের। তবে লক্ষণীয় বিষয়, গুরুত্বপূর্ণ এই সভা বাফুফের চার দেয়ালে ঘেরা এয়ারকন্ডিশন রুমে হচ্ছে না। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এই মতবিনিময় সভা হবে বাফুফে ভবনসংলগ্ন বাফুফের টার্ফে। বেলা ৩টায় অনুষ্ঠিতব্য এই সভাস্থলে থাকছে না কোনো শামিয়ানাও। একেবারে উন্মুক্ত স্থানে গাছের ছায়ায় হবে এই সভা। তবে ফ্যান থাকবে গরমে স্বস্তির জন্য। বাফুফে সেক্রেটারি আবু নাঈম সোহাগ জানান এই তথ্য।
আগেও দুই দফা ফুটবলারদের সাথে সভা হয়েছিল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। তখন অল্প কয়েকজন খেলোয়াড়ের উপস্থিতি থাকলেও আজ ৩০ জনের মতো ফুটবলার তাদের দাবি-দাওয়া আর অভিযোগ জানাতে আসবেন। মূলত ঢাকায় অবস্থানরত ফুটবলারদেরই উপস্থিতি বেশি হবে। সাথে বাফুফের দুই সহসভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির শীর্ষ কর্মকর্তা কাজী নাবিল আহমেদ, তাবিথ আউয়ালেরও উপস্থিত থাকার কথা আজ। মিডিয়া কর্মীদের উপস্থিতি কম হবে না। এত মানুষের উপস্থিতিতে সভা যদি বাফুফের কনফারেন্স রুমে হয় তাহলে করোনায় আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকি থাকে। তাই এসব বিবেচনায় নিয়েই টার্ফের খোলা জায়গায় এই আয়োজন।
দেশের সর্বোচ্চ লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের কিছু ক্লাব তাদের চুক্তিবদ্ধ ফুটবলারদের ৭০-৮০ ভাগ টাকা দিয়েছে। আবার কিছু ক্লাবের পক্ষে ৩০ শতাংশের বেশি টাকা দেয়া সম্ভব হয়নি। প্রিমিয়ারের ফুটবলাররা না হয় কিছু টাকা পেয়েছেন। কিন্তু মাঠে না গড়ানোয় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল), সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশনের (দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ) ফুটবলারদের অবস্থা একেবারে করুন। টাকা-পয়সা হাতে নেই তাদের। আবার খ্যাপ খেলে যে আয় রোজগার হতো তা-ও বন্ধ এই করোনার কারণে। এ ছাড়া ফের করে ফুটবল মওসুম শুরু হবে, কবে আবার ফুটবলাররা মাঠে নামতে পারবেন এই নিয়ে আছে অনিশ্চয়তা। তাই কবে ফুটবল মাঠে গড়াবে, বকেয়া টাকার কি হবে, অন্য লিগের ফুটবলারদের কোনোভাবে আর্থিক সহায়তা করা যায় কি নাÑ এটাই হবে এই সভার আলোচ্য। তা ছাড়া সামনে জাতীয় দলের চারটি ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ দলের টার্গেটের কথাও জানিয়ে দেয়া হবে ফুটবলারদের।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র সখীপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভারী বৃষ্টিতে দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিসহ অবস্থা বেসিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভরিতে ২০৬৫ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড ইরানি জবাব নিয়ে ভুল হিসাব করেছিল ইসরাইল! কূটনীতিতে বাইডেনবিরোধী হতে চান ট্রাম্প পেনাল্টিতে সাফল্য রিয়ালের জয়ের মানসিকতার প্রমাণ কিমিচের একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করে সেমিফাইনালে বায়ার্ন বিরোধী দলকে ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার : ড. মঈন খান

সকল