২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মহিষ পালনে আগ্রহ মোস্তাফিজের

-

গৃহপালিত পশু পালনে আগ্রহ বেশি মোস্তাফিজের। তারচেয়ে বেশি শখ কবুতর পালনে। খেলা থাকাকালীন সময়ে পশু পাখিদের সময় দিতে পারেননি। কিন্তু করোনাকালীন সময়ে ঠিকই আপন করে নিলেন। সকাল বিকেল অনুশীলনের মতোই রুটিন করে কবুতরদের খাওয়াতেন-উড়াতেন। এবার মহিষ পালনে ঝুঁকেছেন এই পেসার। অনেকেই তাকে বলেছেন গরুর চেয়ে মহিষের চাহিদা বেশি। তাই সেদিকে নজর সাতক্ষীরা এক্সপ্রেসের।
ভাইরাসের কারণে ঘরবন্দী জীবন-যাপন করছেন ক্রিকেটাররা। বেশির ভাগ ক্রিকেটার নিজ গ্রামে অবস্থান করছেন। ঠিক মরণঘাতী এই ভাইরাসের কারণে গ্রামের বাড়ি সাতক্ষীরায় অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজ। মাঠে খেলতে না পারলেও নিজেকে ব্যস্ত রাখতে মাঠেই মহিষ পালন করছেন। করোনাতে তার শখের কবুতরও ২০০ ছাড়িয়েছে।
নিজেকে ব্যস্ত রাখার বিষয়ে মোস্তাফিজ বলেন, ‘যেহেতু কিছু করার নেই, ভাবলাম কিছু একটা করি। দুটো গাভী মহিষ কিনে ফেললাম। মহিষের দুধ খুব ভালো লাগে। আগের ঈদে তিনটি কিনেছিলাম। এবার যোগ হয়েছে দু’টো। সামনে আরো তিন-চারটা কিনব। গরুর খামার করতে চেয়েছিলাম। অনেকে পরামর্শ দিলো, গরুর থেকে মহিষে ভালো হবে। আমাদের এলাকায় গরুর চেয়ে মহিষের চাহিদাই বেশি।’
এ ছাড়া মোস্তাফিজের পুরনো শখ হচ্ছে কবুতর পোষা। করোনার আগে তার কবুতরের সংখ্যা ছিল ১৮১টি। এখন তার কবুতরের সংখ্যা হয় ২২০টি। নিজের প্রিয় শখ নিয়ে মোস্তাফিজ বলেন, ‘বাড়িতে আসার পর কবুতরের বাচ্চা রেখেছিলাম ২৮টা। কিছু কিনেছিলাম। কদিনের মধ্যে দেখি ২০০ ছাড়িয়ে গেছে। তবে বৃষ্টিতে কবুতরের ক্ষতি হয় বলে এটি কমিয়ে ফেলার চিন্তা করছি।‘

 


আরো সংবাদ



premium cement