২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আমি আনন্দিত ও সম্মানিত : সাকিব

-

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সম্মানজনক তালিকায় স্থান পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। তালিকায় ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ও টেস্ট ক্রিকেটে ষষ্ঠ মোস্ট ভেলুয়েবল প্লেয়ারের (এমভিপি) স্থান লাভ করেছেন তিনি। নিজের ফেসবুক পাতায় প্রতিক্রিয়া জানিয়ে সাকিব বলেন, ‘অসাধারণ সব ক্রিকেটারকে সম্মানজনক এই তালিকায় জায়গা পাওয়া এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে বিশাল সম্মানের। আমি আনন্দিত ও সম্মানিত।’
সাকিব যেমন সম্মানিতবোধ করছেন, তেমনি গর্ববোধ করছেন তার সতীর্থ ক্রিকেটাররাও। সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাতে ভোলেননি মুশফিকুর রহীম, রুবেল হোসেনরা। নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘উইজডেন সম্প্রতি সাকিব আল হাসানকে ওয়ানডে ক্রিকেটের একবিংশ শতাব্দীর দ্বিতীয় সেরা প্লেয়ার (এমভিপি) হিসেবে ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ। দারুণ সম্মানিতবোধ করছি আপনার সঙ্গে মাঠ ভাগাভাগি করার সুযোগ পেয়ে। অভিনন্দন বাংলাদেশের বিস্ময় বালক। ইনশা আল্লাহ আপনার সাথে খেলার জন্য আর অপেক্ষা করতে হবে না।’
বিশ্বের এই শীর্ষ অলরাউন্ডার ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি ও স্টিভ স্মিথদের মতো তারকাদের। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সেরার সম্মানে ভূষিত হওয়ায় সাকিব উইজডেনকেও ধন্যবাদ জানান। ‘বিশাল এই সম্মান প্রদান করায় আমি উইজডেনকে ধন্যবাদ জানাই। ২১ শতকের ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় ও টেস্ট ক্রিকেটের তালিকায় ষষ্ঠ স্থান পাওয়াটা সত্যিকার অর্থেই অসাধারণ।’
রুবেল হোসেনও সাকিবকে অভিনন্দন জানিয়েছেন, ‘শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায়, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘ভাই ওয়ানডে ক্রিকেটে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সাকিব ভাইকে এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন। পুরো বাংলাদেশ আপনার ফেরার অপেক্ষায় আছে।’

 


আরো সংবাদ



premium cement