২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শতাব্দীর দ্বিতীয় সেরা সাকিব

-

একবিংশ শতাব্দীর এই সময়ের মধ্যে ওয়ানডেতে খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। সেরা নির্বাচন করেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী ‘উইজডেন ক্রিকেট মান্থলি।’ ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজ এবং উইজডেন ক্রিকেট মান্থলির যৌথ প্রচেষ্টায় প্রকাশিত শতাব্দীর ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপির তালিকায় ওয়ানডের সেরা ক্রিকেটার সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।
টেস্টে সাকিব রয়েছেন ষষ্ঠ স্থানে। আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশ অলরাউন্ডারের জায়গা হয়নি টি-২০’র সেরা বিশে।
এই শতাব্দীর মূল্যবান ক্রিকেটারদের তালিকা প্রকাশের পর উইজডেন ক্রিকেট মান্থলি জানিয়েছে, তারা ‘সেরা’ খেলোয়াড় নির্বাচন করেনি। ২০০০ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত তিন সংস্করণে খেলা ক্রিকেটারদের মধ্যে ম্যাচে যারা সবচেয়ে বেশি প্রভাব রেখেছে তাদের খুঁজে বের করেছে।
ওয়ানডের সেরা ১০
নাম দেশ রেটিং
অ্যান্ড্রু ফ্লিনটফ ইংল্যান্ড ২১.৩
সাকিব আল হাসান বাংলাদেশ ২০.৮
গ্ল্যান ম্যাকগ্রা অস্ট্রেলিয়া ২০.৬
এ বি ডি ভিলিয়ার্স দ আফ্রিকা ২০.৪
কেন উইলিয়ামস নিউজিল্যান্ড ১৯.১
বিরাট কোহলি ভারত ১৮.৯
শন পোলক দ আফ্রিকা ১৭.১
হাশিম আমলা দ আফ্রিকা ১৭.১
নাথান ব্র্যাকেন অস্ট্রেলিয়া ১৭.০
জ্যাক ক্যালিস দ আফ্রিকা ১৬.৯
টেস্টে সেরা ১০
নাম দেশ রেটিং
মুত্তিয়া মুরালিধরন শ্রীলঙ্কা ৯৭.৫
রবীন্দ্র জাদেজা ভারত ৯৭.৩
স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া ৯১.৭
গ্ল্যান ম্যাকগ্রা অস্ট্রেলিয়া ৮৯.৬
কন পোলক দ আফ্রিকা ৮৪.৯
সাকিব আল হাসান বাংলাদেশ ৮৪.২
জ্যাক ক্যালিস দ. আফ্রিকা ৮৩.৯
রবিচন্দ্রন অশ্বিন ভারত ৮৩.৯
প্যাট কমিন্স অস্ট্রেলয়া ৮৩.৩
শেন ওয়ার্ন অস্ট্রেলিয়া ৮১.০২


আরো সংবাদ



premium cement