২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বসুন্ধরা কিংসের খেলা থাইল্যান্ডে?

-

২৩ অক্টোবর থেকে ফের মাঠে গড়াবে এএফসি কাপের বাকি অংশ। এতে ‘ই’ গ্রুপে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি এফসি, মালদ্বীপের
মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং টিসি স্পোর্টস প্রতিদ্বন্দ্বিতা করছে। ১১ মার্চ প্রথম ম্যাচের পর করোনায় স্থগিত হয়ে যায় এএফসি কাপের ২০২২ এর সব
খেলা। করোনার ভয়াবহতার জন্যই বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে সাফ অঞ্চলের এই চার ক্লাব। এএফসিও তা গ্রহণ করেছে। অবশ্য
এখনো চূড়ান্ত হয়নি এই নিরপেক্ষ ভেনু। অবশ্য থাইল্যান্ডে হতে যাচ্ছে এএফসি কাপের ‘ই’ গ্রুপের বাকি ১৪ ম্যাচ। থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এই
ম্যাচগুলো আয়োজনে এএফসি কাপে আবেদন করেছে। অপেক্ষা এখন এএফসির সবুজ সঙ্কেতের। বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানতে পেরেছে বসুন্ধরা কিংস। জানান ক্লাব
সভাপতি ইমরুল হাসান।
অতীতে দেখা গেছে, নিরপেক্ষ ভেনু হলে তা হতো মালয়েশিয়ার কুয়ালালামপুর। ঢাকা আবাহনীরও ২০০৮ সালে এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বের ম্যাচে
অংশ নেয় কুয়ালালামপুরে। তাজিকিস্তানে রেগার টাডাজ, নেপাল পুলিশ, পাকিস্তান ওয়াপদা কেউ-ই তখন ভেনু নেয়নি। ফলে এএফসি কুয়ালালামপুরে এই গ্রুপ
পর্ব আয়োজন করে। ২০১৬ সালের এএফসি সলিডারিটি কাপেরও ভেনু ছিল কুয়ালালামপুর। বাফুফের বোকামিতে ভুটান ট্র্যাজিডির পর এই আসরে খেলা হয়নি
বাংলাদেশের। এন্ট্রি করেও না খেলায় পরে ২০ হাজার ডলার অর্থদণ্ড দেয় বাফুফে।
প্রথমবার এএফসি কাপে খেলার সুযোগ পাওয়া বসুন্ধরা কিংসের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে ইন্টার জোন সেমিফাইনালে যাওয়া। তারা প্রথম ম্যাচে ৫-০ গোলে টিসি
স্পোর্টসকে উড়িয়ে সে মিশনে এগিয়ে গেছে। এখন পর্যন্ত আছে গ্রুপের শীর্ষেও। টিসি চার দলের মধ্যে তলানীতে অবস্থান করছে। নিজেদের পারস্পরিক ম্যাচে
২-২ গোলে ড্র করে নামের পাশে এক পয়েন্ট করে জমা করেছে চেন্নাই সিটি এফসি এবং মাজিয়া। গত বছর ঢাকা আবাহনীর অর্জনকে ধরে রাখতে এবার
আরো শক্তিশালী দল গড়তে যাচ্ছে বসুন্ধরা কিংস। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেস চলে যাওয়ার পর তার বিকল্প ফ্রান্সের হয়ে ২০১০
ও ২০১৪ বিশ্বকাপে খেলা মাথিউ ভালবিয়েনাকে দলে টানার পক্ষে বেশ এগিয়ে গেছে বাংলাদেশের ক্লাবটি। এ ছাড়া ব্রাজিলের হয়ে ৪০টি ম্যাচ খেলা এক
মিডফিল্ডারও তাদের পছন্দ। তালিকায় আছে ইরাক, অস্ট্রেলিয়া, হন্ডুরাস, আর্জেন্টিনার ফুটবলারও। আর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা হারনান বার্কোস
ছুটি কাটিয়ে আসবেন আগেস্ট। এ ছাড়া ক্লাবটি কয়েকজন স্থানীয় ফুটবলারকে নেবে অন্য ক্লাব থেকে।
দলের মতিন মিয়া, জনি, ফাহাদ, সুশান্তরা ইনজুরি কাটিয়ে উঠেছেন। তাদের ফিটনেস পরীক্ষার জন্য কোচ অস্কার ব্রুজনের পরিকল্পনা আগস্টের ১৬ তারিখ
থেকে ক্যাম্প শুরু করা। অবশ্য এ জন্য বাংলাদেশ সরকার , ক্লাব, এএফসির অনুমতি লাগবেÑ জানান কোচ।

 


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন

সকল