১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মেসিকে পেছনে ফেললেন রোনালদো

-

ফ্রেঞ্চ ম্যাগাজিন ফোর্বসের সূত্রমতে চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথম ফুটবলার হিসেবে এক বিলিয়ন ডলারেরও বেশি আয়ের নতুন রেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৫ বছর বয়সী রোনালদো ম্যাগাজিনটির বিচারে ২০২০ সালে বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ হিসেবে তালিকায় চতুর্থ স্থান দখল করেছেন। ফোর্বসের মতে টাইগার উডস ও ফ্লয়েড মেওয়েথারের পর তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে রোনালদো খেলা চালিয়ে যাওয়ার সময় এই রেকর্ড গড়লেন। দলীয় কোনো ইভেন্টে তিনিই প্রথম এই রেকর্ড গড়লেন।
ফুটবলার হিসেবে এই তালিকায় শীর্ষে থাকলেও তার আগে থাকা অপর তিনজন হলেন কাইলি জেনার, ক্যানি ওয়েস্ট এবং রজার ফেদেরার। পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে রোনালদো সর্বমোট ১০৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। এর ফলে পর্তুগাল ও জুভেন্টাসের এই সুপারস্টারের আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তালিকা অনুসারে এ বছর মেসির আয় ১০৪ মিলিয়ন ডলার।

 


আরো সংবাদ



premium cement