২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মুশফিকের ব্যক্তিগত অনুশীলনে বিসিবির না

-

করোনাভাইরাসের কারণে গত ১ মার্চ থেকে বাংলাদেশের সব ধরনের খেলাধুলা বন্ধ। তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজ, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অনিশ্চিত জুলাই-আগস্টে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরও। দীর্ঘ দুই মাসের সাধারণ ছুটির পর ইতোমধ্যে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে। তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহীম অ্যাকাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলনের জন্য আবেদন করেছেন। তবে তা মঞ্জুর করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকারে মুশফিক জানিয়েছিলেন, ক্রিকেটে ফিরতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘ দিন ক্রিকেট থেকে দূরে থাকা তার পক্ষে কঠিন। ডান হাতি এই ব্যাটসম্যান মহামারীর এ সময়ে শুধু ফিটনেস নিয়ে কাজ করছেন।
মুশফিকের একক অনুশীলন বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘মুশফিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি ব্যক্তিগত অনুশীলন শুরু করতে চেয়েছেন, যা ঝুঁকি তৈরি করবে। সব কিছু প্রস্তুত হলে তিনি অনুশীলন শুরু করতে পারবেন। আমরা এখন অনুশীলন শুরু করার মতো অবস্থানে নেই। আমাদের আরো অপেক্ষা করতে হবে। তবে এরই মধ্যে অনুশীলনের জন্য পরিকল্পনা চাওয়া হয়েছে। জাতীয় দল কখন অনুশীলন শুরু করতে পারবে সে বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।’


আরো সংবাদ



premium cement