১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ক্রিকেটারদের ট্রেনিংয়ের পরিকল্পনা চেয়েছে বিসিবি

-

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দুই মাসের বেশি সময় ধরে বাসায় বসে আছেন ক্রিকেটাররা। নিজেদের ট্রেনিং নিজেরাই সেরে নিচ্ছেন। যাদের যন্ত্রপাতি নেই তাদের জন্য বাসার সিঁড়ি কিংবা ছাদই ভরসা। যত দিন যাচ্ছে বাসায় থাকা ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উৎকণ্ঠা বাড়ছে। যে কারণে বিসিবির প্রধান চিকিৎসক মেডিক্যাল বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরীর কাছে পরিকল্পনা চাওয়া হয়েছে।
নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করে দেবাশিষ বলেন, ‘ক্রিকেটাররা এত দিন ধরে বাসায় বসে আছে, তা অবশ্যই আমাদের চিন্তার কারণ। ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা অবশ্যই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। বিসিবি আমার কাছে পরিকল্পন চেয়েছে। আমি তিনটি পরিকল্পনা তৈরি করেছি। সেগুলো জমা দেবো।’
অন্য দিকে বিসিবি পরিকল্পনা চাইলেও নির্দিষ্ট করে জানায়নি তারা কবে থেকে ক্রিকেটারদের ট্রেনিং শুরু করতে চায়। দেবাশিষের কথায়, ‘পরিকল্পনা চাইলেও আমাকে বলা হয়নি কবে থেকে ট্রেনিং শুরু করবে। আমরা নিজেরাও জানি না এই পরিস্থিতিতে আমাদের কাজ শুরু করা সহজ হবে কি না। এখন গ্রুপ ট্রেনিং কোনোভাবে সম্ভব নয়। আমি তিনটা পরিকল্পনা দিবো, তার মধ্যে একটি হলো একক ট্রেনিং। সেখানে একজন ক্রিকেটার দিনে এক ঘণ্টা করে সময় পাবে।’
যখন ক্রিকেট স্থগিত করা হয়েছিল তখন দিনে হয়তো তিন থেকে ছয় জন আক্রান্ত হতো। এখন প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় অনেক ক্রিকেটার বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছে। বাস্তবতার নিরিখে বিসিবির চিকিৎসকের শঙ্কাও অনেক বেশি। ‘না, এখন আমরা ঝুঁকি নিতে পারি না। কারণ এখন তো আগের চেয়ে পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা অফিস শুরু করতে পারিনি। ক্রিকেটারদের যতটুকু দেখভাল হচ্ছে অনলাইনে। সত্যি কথা বলতে কী ট্রেনিং বলেন আর রিহ্যাব কোনোটাই অনলাইনে পরিপূর্ণ হয় না। তবে এখন যদি গ্রুপ ট্রেনিং শুরু করতে যাই তাহলে অনেক লোক দরকার হবে। যেমন টিম বয়, সুইপার, ফিজিও, ট্রেনার। এত মানুষকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না।’
বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘কয়েক দিন পরই আমরা স্টেডিয়ামে খেলোয়াড়দের এককভাবে অনুশীলন করার অনুমতি দিবো। সামাজিক দূরত্ব বজায় রেখে একই সময়ে তিনজন খেলোয়াড় অনুশীলন করতে পারে। আমরাও পুনরায় ক্রিকেট শুরু করতে মুখিয়ে আছি। তবে আমরা কোনো ঝুঁকি নিতে রাজি নই।’


আরো সংবাদ



premium cement
ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি

সকল