২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

১১ জুন থেকে মাঠে গড়াচ্ছে লা লিগা

-

সেভিয়া ডার্বিতে সেভিয়া বনাম রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে ১১ জুন থেকে করোনা পরবর্তী লা লিগা পুনরায় মাঠে গড়াচ্ছে। লা লিগা রোববার এই তথ্য নিশ্চিত করেছে। লকডাউনের পর প্রথম রাউন্ডের ম্যাচগুলো চার দিন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩ জুন বার্সেলোনা বনাম মায়োর্কা ও পরের দিন রিয়াল মাদ্রিদ বনাম এইবারের ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে।
এরপর সোমবার ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত পরবর্তী ম্যাচগুলো পরিচালিত হবে। ১৬ জুন বার্সেলোনা ক্যাম্প ন্যুতে লেগানেসকে আতিথ্য দিবে। দুই দিন পর মাদ্রিদ ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে।
স্প্যানিশ স্পোর্টস কাউন্সিল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগার শীর্ষ দুই লিগের বাকি থাকা ১১ রাউন্ডের ম্যাচগুলো নিয়ে তারা সমঝোতায় পৌঁছেছে।
আগামী ১৯ জুলাই মৌসুম শেষ করার আশা করছে লা লিগা। এ সম্পর্কে লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস বলেছেন, ‘আগামী ১২ সেপ্টেম্বর থেকে আমরা পরবর্তী মৌসুম শুরু করতে চাই। আমরা এমনভাবে এবারের মৌসুম শেষ করতে যাচ্ছি যাতে প্রতিটি দল দু’টি ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘণ্টা বিশ্রামের সময় পায়। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আমরা প্রতি দুইদিন অন্তর ম্যাচের সূচিগুলোর আপডেট দেবো।’ রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে লা লিগা টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।


আরো সংবাদ



premium cement