২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অপ্রতিরোধ্য বায়ার্ন

-

বুুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখের জয়যাত্রা চলছেই। এবার তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরচুনা ডুসেলডর্ফকে। জোড়া গোল করেছেন দারুণ ফর্মে থাকা পোলিশ তারকা রবার্ট লেবানোদস্কি। এর ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সাথে বায়ার্নের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ১০। ২৯ ম্যাচে বায়ার্নের সংগ্রহ ৬৭ পয়েন্ট।
করোনার ধকল কাটিয়ে লিগ আবার শুরুর পর থেকেই বিধ্বংসী রূপে দেখা যাচ্ছে বায়ার্নকে। মাঠে এর প্রমাণও দিচ্ছে তারা। বায়ার্নের গোলের জোয়ারে দিশেহারা হয়ে পড়ছে প্রতিপক্ষও। লিগ শুরুর পর এখন পর্যন্ত তারা জিতেছে টানা চারটি ম্যাচ। ১৩টি গোল করেছে, হজম করেছে মাত্র দু’টি।
শনিবার রাতে ফরচুনার বিপক্ষে প্রথম গোলটি ছিল ভাগ্যপ্রসূত। ১৫ মিনিটে ফরচুনাার আত্মঘাতী গোলে লিড পেয়ে যায় বায়ার্ন। ২৯ মিনিটে অবশ্য কর্নার থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেছেন পাভার্ড। এর পরে শুরু হয় রবার্ট লেবানোদস্কির আধিপত্য। জোড়া গোলে স্কোর লাইন করেন ৪-০।
পুরো মৌসুমেজুড়েই ছিল পোলিশ স্ট্রাইকারের আধিপত্য। তাই এই দু’টি গোলের মধ্য দিয়ে এক মৌসুমে (২০১৬-১৭) ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ডকেও ছুঁয়ে ফেলেছেন লেবানোদস্কি। সব প্রতিযোগিতায় মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৩ গোল। এমনকি লিগের ১৮টি ক্লাবের বিপক্ষেই গোল করেছেন। লেবানোদস্কির জোড়া গোলের পর ৫২ মিনিটে আলফানসো ডেভিস করেন শেষ গোলটি।
এ অবস্থায় বায়ার্নকে শিরোপাবঞ্চিত করতে অন্য দলগুলোর প্রয়োজন হবে অতিমানবীয় কিছু করা। আর তেমন কিছু না হলে বায়ার্ন জিতে নেবে টানা নবম শিরোপা।

 


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার

সকল