১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ১০ জুন

-

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর। তবে তা ঘিরে অনিশ্চয়তা রয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড সভায় কোনো সিদ্ধান্ত হয়নি টি-২০ বিশ্বকাপ নিয়ে। আগামী ১০ জুন নির্বাহী সভায় হবে এই নিয়ে সিদ্ধান্ত।
করোনাভাইরাসের জন্য বিশ্বজুড়ে বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট ইভেন্ট। যার ফলে সব সূচি নষ্ট হয়ে গিয়েছে। নতুন করে আবার সব কিছুর সূচি তৈরি করতে হচ্ছে। এর মধ্যেই আইসিসির তথ্যের নিয়ম বেশ কিছুদিন ধরে ভাঙা হচ্ছিল, যা নিয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর, কিন্তু সেটা হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে কোভিড-১৯-এর জন্য। যদি একান্তই বিশ্বকাপ ওই সময় না হয় তাহলে স্থগিত হয়ে যাওয়া আইপিএল হতে পারে।
টেলি-কনফারেন্সের পর আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, ‘বোর্ডের পক্ষ থেকে আইসিসি ম্যানেজমেন্টকে জানানো হয়েছে তারা যাতে বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আলোচনা চালিয়ে যায় দৈনন্দিন বিষয় নিয়ে যেখানে সাধারণের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে কোভিড-১৯ ভাইরাস।’
আইসিসির বোর্ড বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। তবে তা নিয়ে সবই একমত হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে ২০২১-এ হবে না ২০২২-এ? আসল সমাধান কোনটা তা ১০ জুন জানা যাবে। ওই দিন আইসিসির নির্বাহী কমিটির সভা।
এ দিকে ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার তাদের পরবর্তী সূচি ঘোষণা করেছে। তার মধ্যে অক্টোবরে টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে সেই অবস্থায় কেন টি-২০ বিশ্বকাপ করা যাবে না।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা শুধু স্বাস্থ্যটা বিষয় নয় তার মধ্যে রয়েছে ব্যবসায়িক দিকও। বিসিসিআই যদি আইপিএল আয়োজন করতে না পারে তাহলে চার হাজার কোটি টাকার ক্ষতি হবে, যে অবশ্যই বড় ধাক্কা। আইসিসি ও বিসিসিআই-এর ব্রডকাস্ট পার্টনার স্টার সূচি নিয়ে কী ভাবছে সেটা নিয়েও আলোচনা প্রয়োজন রয়েছে।


আরো সংবাদ



premium cement