২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কা সফর নিয়ে এখনি ভাবছে না বিসিবি

-

প্রায় তিন মাসের মতো অলস পড়ে আছে দেশের ক্রিকেট। স্থগিত হয়ে গেছে ঘরোয়া লিগ আর বেশ কয়েকটি সিরিজ। এমন অচলাবস্থার কবে অবসান হবে সেটি অজানা। তার ওপর বেড়েই চলছে করোনা আক্রান্ত আর মৃতের সংখ্যা। পরিস্থিতি ক্রমান্বয়েই খারাপের দিকে যাচ্ছে সেটি বলাই যায়। এমন অবস্থায় খেলাধুলা চালু করার সিদ্ধান্ত নেয়া সহজ নয়। এর মধ্যে বাংলাদেশকে আতিথেয়তা দিতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাফ সাফ জানিয়ে দিলেন শ্রীলঙ্কা সফর নিয়ে এখনি কোনো ভাবনা নয়।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফেডারেশনগুলোর মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই তিনি শ্রীলঙ্কা সফর নিয়ে কথা বলেন। ‘দেখেন হোস্ট করতে চাইলেই তো হলো না। আমরা দল পাঠাতে পারব কি না, আমাদের খেলোয়াড়দের পাঠানো ঠিক হবে কি না এই মুহূর্তে। কোথায় থাকবে, কী করবে। এগুলো সহজ সিদ্ধান্ত না। একটা জায়গা হয়তো ভালো আছে, এক মাস পরে দেখা গেল ওখানে করোনা। আমরা অন্যদের পর্যবেক্ষণ করব। আইসিসি কী করে, এসিসি কী করে। অন্য দেশগুলো কী করছে।’
আন্তর্জাতিক ক্রিকেট শুরুর আগে খেলোয়াড়রা নিজেকে তৈরি করার জন্য দরকার ঘরোয়া লিগে খেলার। প্রথম রাউন্ডের পর বন্ধ হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল)। সামনে আছে টি-২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপ সূচি অনুযায়ী হতে পারবে কি না এ নিয়েও রয়েছে নানান গুঞ্জন। তা ছাড়া বিশ্বকাপের ঠিক নেই, দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে আলোচনা হয়নি বলেও জানান পাপন।
তার কথায়, ‘না কোনো আলোচনা হয়নি। আলোচনা হবে কিভাবে। আমি তো কোনো তারিখ দিতে পারব না যে জুলাইতে খেলব, আগস্টে খেলব। কিছুই তো জানি না। কাজেই ওগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। এখানে বিশ্বকাপ যেটা ছিল সেটিই পেছানোর কথা বলছে। এখানে দ্বিপাক্ষিক কী হবে এটা বলা অত্যন্ত কঠিন। মানে বলতে চাই আইসিসি ইভেন্টগুলো কবে হবে আমরা জানি না। তাহলে ওই অনুযায়ী আবার রি-শিডিউল করতে হবে। একটা বিরাট ঝামেলা সামনে আছে। তবে এটা সবার জন্য একই। আমরা চেষ্টা করব বেশির ভাগ খেলা, যা ছিল তা রাখতে পারি কি না।’

 


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল