১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

অনিশ্চিত সাফের আসরগুলো

-

এ বছর সাফের চারটি আসর। অনূর্ধ্ব-১৫ পুরুষ ও মহিলা সাফ, অনূর্ধ্ব-১৮ মহিলা সাফ এবং সিনিয়রদের পুরুষ সাফ। কিন্তু করোনা মহামারীর ভয়াবহ ছোবলে সারা বিশ্ব বিপর্যস্ত। বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের লিগ। পিছিয়ে গেছে অলিম্পিক গেমসসহ বড় বড় ক্রীড়া আসর। এগুলোর কোনটা চলমান ছিল। কোনটা দুই এক মাসের মধ্যেই হওয়ার কথা ছিল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) এ বছরে আসরগুলো আগ থেকে মাঠে গড়ানোর কথা। তবে করোনার কারণে এবারের টুর্নামেন্টগুলো হবে কি না সন্দেহ। সাফ সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল হবে না এমন ইঙ্গিত দিলেন না। তবে আকার ইঙ্গিতে যা বোঝালেন, তার সারমর্ম, করোনা পরিস্থিতির উন্নতি না হলে না হওয়ার সম্ভাবনাই বেশি সাফের এই আসরগুলো।
এই মাসেই হওয়ার কথা ছিল সাফের কংগ্রেস। করোনার কারণেই তা স্থগিত। তখনই চূড়ান্ত হতো আসরগুলোর ভেনু। সাফ সেক্রেটারির ১১ মার্চ এএফসি কাপের খেলার ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করতে ভারত যাওয়া হয়নি করোনার কারণেই। কারণ তিনি এর আগেই জাপান সফর করে আসেন। তাই তার ভারত প্রবেশে নিষেধাজ্ঞা। কাল হেলাল জানান, ‘সাফের কর্মকর্তাদের সাথে কথা হচ্ছে আমার। তবে এখন কারো মুখেই সাফের টুর্নামেন্ট নিয়ে কোনো শব্দ নেই। সবার মুখেই করোনা প্রসঙ্গ। আগে জীবন বাঁচানো।’
এবার পুরুষদের সিনিয়র সাফ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তা বঙ্গবন্ধুর নামে। এ ছাড়া ২০১৮ সালে অর্জন করা সাফের শিরোপা ধরে রাখতে এবার অনূর্ধ্ব-১৮ মহিলা সাফের স্বাগতিক হতে চেয়েছিল বাংলাদেশ। দুই বছর আগে তারা ভুটানের মাঠে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এ বছর বয়সভিত্তিক কোনো সাফেরই আয়োজক হতে আগ্রহ দেখায়নি নেপাল। সাধারণত তাদের মাঠ ছিল প্রতি বছর কোনো না কোনো জুনিয়র সাফের ভেনু। গত বছর তারা অনূর্ধ্ব-১৮ পুরুষ সাফ আয়োজন করে এর টাকা ফিফা থেকে আদায় করতে গিয়ে ভীষণ বিপদে পড়েছিল। লেগেছিল অনেক সময়। নানা ব্যাখ্যা দিতে হয় ফিফাকে। তাই এবার অনাগ্রহ। ভুটান প্রতিবার ভেনু নিলেও এবার তারা আছে বিকল্প হিসেবে। অর্থাৎ কেউ ভেনু না নিলে তারা শেষ ভরসা। এবারে পাকিস্তান ও শ্রীলঙ্কা বয়সভিত্তিক দুই সাফের ভেনু চেয়েছিল। এখন করোনা থেকে মুক্তি না মেলা পর্যন্ত সব কিছুই অনিশ্চিত।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে টেস্ট খেলতে চান রোহিত অধ্যাপক মাযহারুল ইসলামের বাসভবনে অধ্যাপক মুজিবুর রহমান ইউক্রেনের ২০টি ড্রোন, ২টি ক্ষেপণাস্ত্র নিষ্কিৃয় করল রাশিয়া তালেবানকে আফগান মাটি অন্যদের ব্যবহারের সুযোগ না দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। গত দুই দিনের রেকর্ডের পর চুয়াডাঙ্গায় আজও বইছে তীব্র তাপদাহ বগুড়ায় শিশুকে গলা কেটে হত্যা, নানা আটক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পাকিস্তানের সম্ভাব্য একাদশ তালতলীতে ইউপি চেয়ারম্যানের নগ্ন ও আপত্তিকর ভিডিও ক্লিপ ভাইরাল ভারতের নির্দেশের পর পোস্ট ব্লক করল এক্স ‘দেশের কল্যাণে সুষ্ঠু গণতান্ত্রিক ধারার বিকল্প নেই’

সকল