২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আগে নিরাপত্তা তারপর ক্রিকেট : ওয়াকার

-

করোনাভাইরাসে স্তব্ধ হয়ে আছে ক্রীড়াঙ্গন। অলিম্পিকের মতো মেগা ইভেন্ট পিছিয়ে গিয়েছে এক বছর। কারণ করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। তবে এ অবস্থায় ক্রিকেট আয়োজনের চিন্তাভাবনা করছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বোর্ড ও খেলোয়াড়রা। তবে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। এখনই ক্রিকেট চান না সাবেক এই পেসার।
সেটি রুদ্ধদার স্টেডিয়ামে হোক বা যেভাবেই হোক না কেন, এ পরিস্থিতিতে ক্রিকেট না হওয়াই ভালো বললেন ওয়াকার। তিনি বলেন, ‘ফাঁকা স্টেডিয়ামে ক্রিকেটের সাথে আমি একমত নই। পাঁচ-ছয় মাস পরে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসবে, তখন রুদ্ধদ্বার স্টেডিয়ামে ক্রিকেটের কথা আমরা ভেবে দেখতে পারি।’
এখনই টি-২০ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা উঁকিঝুঁকি মারছে। তবে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি জানিয়েছে, টি-২০ বিশ্বকাপ নির্ধারিত সূচিতেই হবে। পাকিস্তানের সুইং মাস্টার ওয়াকারও নির্ধারিত সূচিতে টি-২০ বিশ্বকাপ দেখতে চান। তিনি বলেন, ‘নির্ধারিত সময়েই টি-২০ বিশ্বকাপ হবে বলে আমি আশাবাদী। তবে অবশ্যই সবার নিরাপত্তা আগে। পরিস্থিতি পুরোপুরি অনুকূলে থাকলেই বিশ্বকাপ আয়োজন করা উচিত। আমরা কেউই চাইব না, কোনো খেলোয়াড় বা সমর্থক বা কর্মকর্তা অসুস্থ হোক।’


আরো সংবাদ



premium cement