২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ক্ষতিগ্রস্ত কোচদের পাশে তরফদার

-

‘দুস্থ ও স্বল্প আয়ের কোচদের পাশে দাঁড়ান।’ কোচ কামাল বাবু ফেসবুকে এই আহ্বান জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন তরফদার রুহুল আমিন। কারোনার কারণে দেশে ফুটবল বন্ধ থাকায় কোচরাও এখন বেকার। ক্লাবের অনুশীলন বন্ধ। এলাকার মাঠে অনুশীলন করিয়ে টাকা আয়ের পথও রুদ্ধ। বড় ক্লাবের কোচরা ৩০-৪০ লাখ টাকা পান সিজনে। তাদের চলে যাবে এই দুঃসময়ে। কিন্তু স্বল্প পারিশ্রমিক পাওয়া কোচরা আছেন বড় বেকায়দায়। তৃণমূলের কোচদের এই দশা। তাই তাদের আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছেন তরফদার রুহুল আমিন। সাইফ পাওয়ারটেকের কর্ণধার, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব (বিডিডিএফ) এবং বাংলাদেশ ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার রুহুল আমিন এখন এই অসহায় কোচদের তালিকা তৈরি করছেন। শিগগিরই এই কোচদের সহায়তা করবেন তিনি। জানান, দেশের এই করোনা মহাদুর্যোগে দেশের ফুটবল স্তব্ধ হয়ে গেছে। এই দুর্যোগে স্বল্প আয়ের কোচরা পড়েছেন সঙ্কটে। আমরা তাদের পাশে আছি। বিডিডিএফ ও বিএফসিএর কাজ শুরু হয়েছে। দুস্থ এই কোচদের তালিকা তৈরি হচ্ছে।


আরো সংবাদ



premium cement