২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পিএইচডির দিকেও নজর মুশফিকের

-

মুশফিক সেঞ্চুরি করার পর যেমন ডাবল সেঞ্চুরির দিকে পা বাড়ান, তেমনি মাস্টার্সের পর শুরু করেছেন এমফিল। তার গবেষণার বিষয় উপমহাদেশের ক্রিকেট ইতিহাস। এমফিলকে মুশফিক এখন রূপ দিয়েছেন পিএইচডিতে। সফলভাবে গবেষণাটা শেষ করাই তার লক্ষ্য। করোনার এই সময়তে সেটিও রয়েছে তার রুটিনে। শুধু জিম করেই শরীর ফিট রাখতে চান না। নিজের অ্যাকাডেমিক ক্যারিয়ারকে আরো উজ্জ্বল করতে পিএইচডি শেষ করতে চান। তার কথায়, ‘এখন তো সময় পাওয়া যাচ্ছে। তাই পড়ালেখার দিকটাতেও নজর দিচ্ছি।’
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মিডল অর্ডারে বড় ভরসা মুশফিকুর রহিম শুধু ক্রিকেটেই ভালো নন, পড়াশোনাতেও অসাধারণ। ক্রিকেটীয় ব্যস্ততার কারণে বেশির ভাগ ক্রিকেটার পড়াশোনায় তেমন সময় দিতে পারেন না। অথচ মুশফিক সেখানে ব্যতিক্রম। পড়াশোনা করে ভালো কিছু অর্জনের লক্ষ্যেই এগিয়েছেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে। স্নাতকোত্তরেই থামলে পারতেন কিন্তু থামেননি।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বন্ধ আন্তর্জাতিক ও ঘরোয়া সব ক্রিকেট। এতে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ খেলোয়াড়দের। সেই চ্যালেঞ্জ সঠিকভাবেই পালন করছেন খেলোয়াড়রা। বাংলাদেশের ক্রিকেটাররাও ঘরে বসেই নিজেদের ফিটনেস চর্চা চালিয়ে যাচ্ছেন। যার দিন শুরু হয় দৌড় দিয়ে আর শেষও হয় দৌড় দিয়ে। গতকাল সন্ধ্যায় দিনের শেষ অনুশীলনের সমাপ্তি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মুশফিক। ট্রেডমিলে দৌড়ের ভিডিও পোস্ট করেন ৩২ বছর বয়সী এই তারকা। আর ক্যাপশনে লিখেছেন, ‘সময় কোনো ব্যাপার নয়, সন্ধ্যার দৌড় শেষ করলাম আলহামদুলিল্লাহ। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্রিকেটাররা যেন নিজেদের ফিটনেস ঠিক রাখেন সেজন্য গত বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্দেশনা দিয়েছে। বিসিবির ফিজিক্যাল পারফরম্যান্স বিভাগের প্রধান নিক লি এই নির্দেশনা দেন। তাই ফিটনেস ধরে রাখতে নিজের বেডরুমের দেয়ালে সাত দিনের রুটিন ঝুলিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিক। যা অনুসরণ করছেন প্রতিদিন। রুমে দৌড়ানোর জন্য ট্রেডমিল, জিমের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদিও রাখেন মুশফিক। ফিটনেস ট্রেনিং শেষে ব্যাট হাতে নকিংও করেন। এর আগেও করোনাভাইরাস নিয়ে সচেতনতার জন্য প্রায় প্রতিদিনই দেশের মানুষদের বার্তা দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল