২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

তৃতীয় লিঙ্গের মানুষের পাশে মোসাদ্দেক

-

করোনা যুদ্ধে জিততে হলে নিয়ম মেনে ঘরবন্দী থাকার কোনো বিকল্প নেই। কিন্তু এটা করতে গিয়ে গরিব-দুঃখী মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। তাই ২০০ অসহায় ও ছিন্নমূল মানুষের মুখে এর আগে হাসি ফুটিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ময়মনসিংহ নগরের ২০০ দুস্থ মানুষের হাতে এক সপ্তাহের খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন বাংলাদেশের এ তারকা ক্রিকেটার। ফের মানবিক সহায়তা নিয়ে হাজির হলেন তিনি। এবার তার উদ্যোগ একটু ভিন্নধর্মী। পিক-আপ ভর্তি খাদ্যসামগ্রী নিয়ে মোসাদ্দেক এবার দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের মানুষের পাশে।
সাহায্যের হাত বাড়িয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দিয়েছেন একটি পোস্ট। যাতে সমাজের তৃতীয় লিঙ্গের মানুষের সহায়তায় অন্যরাও এগিয়ে আসেন। ফেসবুকে একটি ছবি দিয়ে মোসাদ্দেক লিখেছেন, ‘আমাদের সমাজের যদি সবচেয়ে অবহেলিত কেউ থেকে থাকে তারা হলেন তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার। আমি পার্সোনালি উনাদের, আপনি করে বলি। কখনো হিজড়া বলে ডাকি না। কেমন জানি মনে হয় দূরে ঠেলে দিচ্ছি তাই আরকি...।’
তিনি আরো লিখেন, ‘প্রথমত. আমরা তাদের অনেককেই মানুষ হিসেবে গনায় ধরি না, যদি ধরিও তবে তারা আমাদের থেকে নিচু প্রজাতিরই ভেবে থাকি। যা কি না খুবই লজ্জাজনক। অনেকেই দেখছি গরিব দুঃখী, অসহায় মানুষকে ত্রাণ দিচ্ছে। প্যাকেট ভরে ভরে। যা আমি খুবই সম্মানের সাথেই দেখছি।’


আরো সংবাদ



premium cement